আব্দুস সালাম : সিলেটের বিশ্বনাথে সাড়ে চার হাজার রোগীকে চিকিৎসা দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর বিভিন্ন ধরনের সেবা পেয়ে অসহায় দরিদ্র মানুষ বেজায় খুশি। তারা রান্তা দিয়ে যাচ্ছেন এবং সেনাবাহিনী প্রশংসা করছেন। অনেক রুগী রাস্তা দিয়ে যাচ্ছেন আর বলছেন সেনাবাহিনী গরিব লোকদের ঔষধ দিয়ে চিকিৎসা করেন জীবনে এই প্রথম দেখলাম।
সোমবার উপজেলার দেওকলস ইউনিয়নের সৈয়দপুর, সদুরগাঁও গ্রামের উত্তরে সেনাবাহিনীর অস্থায়ী মেডিকেল ক্যাম্পে গেলে সেবা গ্রহণকারি অনেক মানুষের মুখে এমন প্রসংশা শুনা যায়।
গত ২ জানুয়ারি থেকে ১৩জানুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর ১৭ পদাতিক দল এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে। দীর্ঘ ১১দিনে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল পেয়েছে এলাকার প্রায় ৪হাজার ৬৫০জন মানুষ।
সেনাবাহিনীর দেয়া এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ ডিভিশনের জিওসি মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন এসইউপি, এনডিইউ, পিএসসি’র সুনির্দিষ্ট দিক নির্দেশনা ও অনুপ্রেরণায় ৭৫ ফিল্ড ও ৯১ ফিল্ড এ্যাম্বুলেন্স কর্তৃক এলাকার মানুষকে চক্ষু, দন্ত, সার্জিক্যাল অপারেশন এবং ওষুধ প্রদানসহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করা হয়। সেই সাথে ১০০জন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীর মধ্যে দন্ত রোগ প্রতিরোধে প্রেষণামূলক টুথপেস্ট ও টুথব্রাশ উপহার দেন সেনা সদস্যরা। চিকিৎসা প্রদানের ক্ষেত্রে প্রত্যেক রোগীকে যথাসম্ভব বিনামূল্যে পূর্ণ কোর্স ওষুধ প্রদান করা হয়। আর অনেক চক্ষু রোগীদের অপারেশনের জন্য সেনাবাহিনীর গাড়ি দিয়ে মৌলভী বাজারে নিয়ে যাওয়া হয়েছে।
এ চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমে হবিগঞ্জ, মৌলভীবাজার জেলার সিভিল সার্জনগণ ও ডেন্টাল ক্যাম্প পরিচালনায় মিলিটারী ডেন্টাল সেন্টার সিলেট যথোপযুক্ত সহযোগীতা করেন।
কর্ণেল ওমর রাশেদ মনির বলেন, বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা পেয়ে অসহায় মানুষ যাতে উপকৃত হয় আমরা সাদ্যমতো সেবা দিয়েছি।