ছোটোকাগজ ‘বুনন’ সপ্তম সংখ্যা প্রকাশিত

Uncategorized
শেয়ার করুন

ডেক্স রিপোর্ট : অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে ছোটোকাগজ ‘বুনন’ এর সপ্তম সংখ্যা। কবি ও সম্পাদক খালেদ উদ-দীন এর সম্পাদনায় গত আঠারো বছর থেকে ‘বুনন’ প্রকাশিত হয়ে আসছে। বইমেলায় ‘বুনন’ পাওয়া যাচ্ছে লিটল ম্যাগ চত্বরে ‘বুনন’ এর স্টলে। স্টল নম্বর- ১০৩। এ সংখ্যা ৪০০ পৃষ্ঠার। দাম ২৫০ টাকা।

প্রতি সংখ্যার মতো এ সংখ্যাও বিশেষ ক্রোড়পত্রসহ প্রকাশিত হয়েছে। এই সংখ্যার ক্রোড়পত্র ‘বাংলা কবিতা : এই সময়’। এ পর্বে আছে বাংলাভাষী বিশ্বের ১১০ জন প্রবীণ ও নবীন কবির গুচ্ছ কবিতা। এতে সংযোজিত হয়েছে সমকালীন বাংলা কবিতার প্রতিনিধীত্বশালী ও নবীন কবির কবিতা, যাতে বাংলা কবিতার পাঠক এ সময়ের কবিতা সম্পর্কে একটা ধারণা পাবে বলে মনে হয়। ২৫ ফর্মার এ সংখ্যায় আরও রয়েছে, নিয়মিত পর্বে ৯ টি প্রবন্ধ, ১২ টি গল্প, ১ টি অনুবাদ গল্প ও ১ টি ভ্রমণআখ্যান।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *