ডেক্স রিপোর্ট : সিলেটের বিশ্বনাথে জমির উপর জোপূর্বক রাস্তা তৈরী করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে শিক্ষার্থীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। (৭ জানুয়ারি) মঙ্গলবার সকালে উপজেলার রামপাশা ইউনিয়নের নরশিংপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুত্বর আহত কয়েকজনকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
ইউসুফ আলীর পুত্র কামরুল ইসলামের পক্ষে আহতরা হলেন, কামরুল ইসলাম (২৮), মইয়ব আলী (৫০), লায়েক আহমদ (১৫), শিক্ষার্থী মারজান আহমদ (১৬) ও আজির উদ্দিন (৪৫)। সজ্জাদ মিয়ার পক্ষে আহতরা হলেন, ইব্রাহিম আলী (৫০), আব্দুস শহীদ (৩০) ও লুৎফুর রহমান (৩৫)।
নরশিংপুর গ্রামের ইউসুফ আলীর পুত্র কামরুল ইসলাম ও মৃত মোবারক আলীর পুত্র সজ্জাদ আলীর মধ্যে ওই সংঘর্ষের ঘটনাটি ঘটে। মঙ্গলবার সকালে প্রতিপক্ষ সাজ্জাদ আলী কামরুল ইসলামের পৈত্রিক সম্পত্তি ধানি জমির উপর দিয়ে জোরপূর্বক রাস্তা তৈরী করতে চাইলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের ৮ জন আহত হন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানাগেছে।