নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ বাজারের বুক চিরে বয়ে যাওয়া এক সময়ের খড়শ্রোতা বাসিয়া নদীটি দখল-দুষনে এখন প্রায় মৃত। বাসা-বাড়ি ও বাজারের ময়লা আবর্জনা ফেলা হয় নদীতে। বিশ্বনাথ পৌরসভা বাস্তবায়ন হলেও ময়লা আবর্জ ফেলার কোন স্থান নির্ধারণ হয়নি। তাই বাসিয়া নদীটি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে। ময়লা আবর্জনা পঁচে দুর্গন্ধে বাসা-বাড়ি দোকানপাট, অফিস আদালতসহ দুর দুরান্ত থেকে আসা পথচারিরা অতিষ্ট। নাক মুখ ঢেকে চলা অসম্ভব হয়ে পড়েছে। অবশেষে নদীতে ফেলা ময়লা আবর্জনা পরিস্কারের উদ্যোগ নিয়েছে বিশ্বনাথ পৌর সভা। এ উপলক্ষে শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে নদীর বজ্য অপসারণ কাজ শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখের, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়, পৌর প্রাসক আলা উদ্দিন কাদের, উপজেলা প্রকৌশলী আবু সাইদ, পৌর প্রকৌশলী ভবি মজুমদার, উপ-সহকারি প্রকৌশলী আসিফ লৌহ তালুকদার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মতিউর রহমান, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন। এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।
সিলেট সিটি কর্পোরেশন বজ্য ব্যবস্থাপনায় পরিচ্ছন্ন কাজটি বিশ্বনাথ পৌরসভার টিএন্ডটি রোড মোড় থেকে উপজেলা কোর্ট পয়েন্ট পর্যন্ত ৫দিন কার্যক্রম চলবে।
সংশ্লিষ্টরা জানান, বাসিয়া নদীর বজ্য অপসারন ৫দিন চলবে। এতে ৫ থেকে ৬ লাখ টাকা ব্যয় হতে পারে। সেই বজ্য সিলেট সিটি কর্পোরেশনে ডাম্পিং ষ্টেশনে ফেলা হবে।
Post Views: 71