সিলেট জেলা জজ আদালতে বিএনপি নেতা রুহেলের জামিন শুনানী ১৩ অক্টোবর

Uncategorized
শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : বিশ্বনাথ উপজেলার ৩নং অলংকারী ইউনিয়নের মনোকোপা গ্রামের মসজিদের মোতাওয়াল্লী চাঞ্চল্যকর মখলিছ আলী হত্যা মামলার আসামী বিএনপি নেতা চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল বৃহস্পতিবার (৮ অক্টোবর) সিলেট জেলা জজ আদালতে জামিনের আবেদন করেন। এই হত্যাকান্ডের পর চেয়ারম্যান রুহেল মহামান্য হাইকোর্ট আদালতে আগাম জামিনের আবেদন করলে গত ২ সেপ্টেম্বর আদালত রুহেলকে ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করে জেলা জজ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। হাইকোর্টের নির্দেশনা মোতাবেক আগামী ১৩ অক্টোবর পর্যন্ত সময় থাকায় ঐদিনই শুনানী তারিখ নির্ধারন করেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবি এ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী। 
নিহত মখলিছ আলীর ভাই ইউ/পি সদস্য ফজলু মিয়ার সাথে প্রতিপক্ষের দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধ নিস্পত্তির জন্য সিলেটের বিশিষ্ট সালিশানগণ এক বৈঠকের ব্যবস্থা করেন। কিন্তু চেয়ারম্যান রুহেল তার অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য উভয় পক্ষকে বৈঠকে অনুপস্থিত থাকার কৌশল অবলম্বন করেন। এ নিয়ে উভয় পক্ষের মারামারিতে দুইজন নিহত ও অসংখ্য লোক আহত হয়। এক পর্যায়ে মখলিছ আলী হত্যার সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে তার পুত্র মকরম আলী নাজমুল ইসলাম রুহেলকে আসামী করে থানা একটি হত্যা মামলা দায়ের করেন। চেয়ারম্যান রুহেলের বিরুদ্ধে খুন, জালিয়াতিসহ আরও ৮/১০টি মামলা রয়েছে। গত ৫ সেপ্টেম্বর চেয়ারম্যান রুহেলের অত্যাচার নির্যাতনে অতিষ্ট হয়ে ইউনিয়নবাসীর পক্ষে বিশ্বনাথ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *