ডাক ডেক্স : বিশ্বনাথে তালামীযের দাখিল/এস এস সি উওীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সভায় ছাত্রনেতা হুমায়ুনুর রহমান লেখন বলেছেন, আজ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে বিভিন্ন ছাত্র সংগঠন ছাত্র -ছাত্রীর মধ্যে নুংরা রাজনৈতিক আদর্শ প্রতিষ্টা করার লক্ষে ছাত্র-ছাত্রীর নৈতিক আদর্শ ধবংশ করছে। তাদের এ আবস্থা পরিহার করে ছাত্রদের নৈতিক আদর্শে প্রতিষ্ঠিত করতে তালামীযে ইসলামিয়া আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি (০৮আগষ্ট) বৃহস্পতিবার, বিকাল ০২ ঘটিকার সময় বিশ্বনাথ কামিল মাদরাসা কনফারেন্স হলরুমে, ২০১৯ ইং সনের তালামীযের দাখিল/এস এস সি উওীর্ণ কৃতি সংবর্ধনা সভায় উপরোক্ত কথা বলেন।
অনুষ্টানে শাখার সভাপতি মোঃ আব্দুল মোক্তাদির ফয়ছলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসাইন আহমদ রাজন ও আশিকুর রহমান সাঈদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে ৫টি ইউনিয়ন শাখা তালামীযের শপথ বাক্য পাঠকরান সিলেট পশ্চিম জেলা তালামীযের সভাপতি শেখ মুহাম্মদ আলী হায়দার। প্রধান আলোচকের বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ হাবিবুর রহমান। অনুষ্টান উদ্বোধন করেন, বিশ্বনাথ আল হেরা শপিং সিটির পরিচালক এ.আর. চেরাগ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দারুল হাদিস কামিল মাদরাসার (অবঃপ্রাপ্ত) অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান সাহেব। তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় অফিস সম্পাদক তৌরিছ আলী। উপজেলা আল ইসলাহ’র সাবেক সভাপতি মাওলানা আক্তার আলী, সহ সভাপতি মাওলানা লুৎফুর রহমান বাবুল, মিয়ার বাজার আলিম মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা কবি পিয়ার মাহমুদ। পশ্চিম জেলা তালামীযের সহ সভাপতি মুহাম্মদ আবুল কাশেম, সাধারণ সম্পাদক কবির আহমদ, অর্থ সম্পাদক ইসলাম উদ্দিন লতিফী, পশ্চিম জেলা তালামীযের সদস্য রুহুল আমীন তালুকদার, দেওকলস ইউপি আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুমিন, উত্তর বিশ্বনাথ তালামীয সভাপতি মোঃ ফখরুল ইসলাম রাহিল। কুরআন তেলাওয়াত করেন শাখার অর্থ সম্পাদক হাফিজ তোফায়েল আহমদ, নাতে রাসুল (সাঃ) পরিবেশন করেন কাওছার আহমদ খাঁন, শুভেচ্ছা বক্তব্য রাখেন শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ শুয়াইবুল ইসলাম। অনুষ্টানে ১৫০ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ডায়রি, ক্রেস্ট, সনদ, কলম, ফাইল সহ অন্যান্য পুরস্কার হাতে তুলে দেন অতিথিরা। উপস্থিত ছিলেন উপজেলা তালামীযের সাবেক ও বর্তমান দায়িত্বশীলগন।