১৯৭২ সালের সংবিধান পুন:প্রতিষ্ঠা করার দাবি বিশ্বনাথ বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের

Uncategorized
শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ বিশ্বনাথ শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) বিকেলে উপজেলা সদরস্থ বিয়াম ল্যাবরেটরি স্কুলে আয়োজিত সভায় বক্তারা অবিকৃতভাবে ১৯৭২ সালের সংবিধান পুন:প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন।

তারা বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে ধর্মীয় মৌলবাদী রাজনীতি নিষিদ্ধ ঘোষণার কোন বিকল্প নেই। বক্তারা বঙ্গবন্ধুর ভার্ষ্কয ভাঙ্গার হুমকিদাতা স্বাধীনতা বিরোধী র্দুবৃত্তকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

সংগঠনের সভাপতি সাম্যবাদী কবি সাইদুর রহমান সাঈদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আনহার আলীর পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা এএইচএম ফিরোজ আলী, পল্লী বিদ্যুৎ সমিতি বিশ্বনাথের সাবেক পরিচালক শেখ শহিদুল ইসলাম, উপজেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন আহমদ, আয়ারল্যান্ড কমিউনিটি নেতা ডা. বদরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা সিতার মিয়া, সংগঠনের সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, নরশিংপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা বেগম, সংগঠনের শিক্ষা বিষয়ক সম্পাদক কবি আব্দুল হান্নান ইউজেটিক্স, বিশ^নাথ দারুল উলুম মাদ্রাসার প্রভাষক শামীম হোসেন, সংগঠনের দপ্তর সম্পাদক কামাল মুন্না, প্রচার সম্পাদক নবীন সোহেল, চাউলধনী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক শফিক আহমদÑপিয়ার, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সভাপতি এমদাদ হোসেন নাঈম, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য বদরুল ইসলাম মহসিন, মাসিক বিশ্বনাথ’র সম্পাদক শেখ মো. কাওছার আলী, সংগঠক এমএ গণি, বিজন চন্দ্র দাশ বিজয়, সংগীত প্রশিক্ষক আনোয়ার আলী রাজ, সাংবাদিক আহমদ আলী হিরণ প্রমুখ।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *