সাজানো মামলা থেকে যুবলীগ নেতা রাসেলের জামিন লাভ

Uncategorized
শেয়ার করুন

ডাক ডেক্স : বিশ্বনাথ উপজেলা যুবলীগের অন্যতম নেতা রাসেল আহমদ একটি সাজানোপ্রতারনার মামলায় জামিনে মুক্তি লাভ করেছেন। গত (২৬আগষ্ট) মঙ্গলবার সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্যাট আমল গ্রহনকারি ৩য় আদাতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে শুনাননী শেষে আদালত জামিন মঞ্জুর করেন। ইতিপূর্বে রাসেল আহমদ মোহামান্য হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের জামিন পেয়েছিলেন।
যুক্তরাজ্য প্রবাসি দৌলতপুর গ্রামের মৃত ইদ্রিছ আলী পুত্র ফারুক মিয়া একটি আমোক্তানামার ক্ষমতা বলে ৯লক্ষ টাকা আত্নসাতের অভিযোগে এ মামলা দায়ের করেছিলেন। কিন্তু রাসেল আহমদ ৯লক্ষ টাকার মালিক ছাতক উপজেলার কুমারকান্দি গ্রামের যুক্তরাজ্যর প্রবাসি আব্দুস সালামের প্রাপ্ত টাকা সমজিয়ে দেন। এ অভিযোগের প্রেক্ষিতে আব্দুস সালাম যুক্তরাজ্য থেকে তার প্রাপ্ত ৯লক্ষ টাকার একটি আমোক্তার নামা ব্রিটিশ হাই কমিশনের মাধ্যমে রাসেলের নিকট প্রেরণ করলে অভিযুক্ত রাসেল আদালতে তা দাখিল করলে আদালত জামিন মঞ্জুর করেন। অর্থাৎ ফারুক মিয়া ৯লক্ষ টাকা আত্নসাতের যে অভিযোগ করেছিলেন সেই টাকার পাওনাদার আব্দুস সালাম দেশে থাকাকালীন সময়ে সমুদয় টাকা সমজিয়া পেয়েছেন মর্মে অঙ্গিকারনামা প্রদান করায় অভিযোগের আইনগত আর কোন ভিত্তি নেই বলে আইনজীবিরা মনে করছেন। জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন, রাসেলের আইনজীবি একেএম সমিউল আলম।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *