শহীদ মুক্তিযোদ্ধা সন্তানকে হত্যার প্রচেষ্টা মামলা : ৪ আসামির জামিন লাভ

অপরাধ বিশ্বনাথ সিলেট
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : বিশ্বনাথ থানার সীমান্তবর্তী ওসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়নের বড় ধিরারাই গ্রামের আর্টিলারি সৈনিক শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রুপ চৌধুরীর পুত্র আব্দুস সালাম চৌধুরী আক্তারকে প্রাণে হত্যার প্রচেষ্টা মামলার চার আসামি জামিনে মুক্তিলাভ করেছেন। প্রথমে একজন ও পরে ৩জন সিলেট ওসমানী নগর ম্যাজিষ্ট্যাট আদালতে হাজির হয়ে জামিন লাভ করেন দন্ডবিধি আইনের ৩০৭/৩২৬/৩২৫/৩২৩/৩৪১/১৪৩ধারা থাকা সত্বেও আইনের ফাক ফোকরে রহস্যজনকভাবে আসামিরা জামিনে মুক্তিলাব করেছে বলে বাদী আক্তার হোসেন অভিযোগ করেছেন। তিনি বলেন, হামলার ঘটনার দিন কোন ক্রমে বেছে গিয়েছিলাম, এখন হওতো পূণরায় হামলা হলে বাঁচার কোন সুযোগ নেই। জামিন প্রাপ্ত আসামিরা হচ্ছেন। সাব্বির মিয়া, জাকির মিয়া, রুনু মিয়া, সানু মিয়া এবং আসামি সাকিরের বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ থাকায় তিনি কৌশলে হাজির হননি।

গত ১৩মার্চ আক্তার কাজের জন্য ঠেলা গাড়ি দিয়ে বালু আনার সময় পরিকল্পিকভাবে আক্তারকে প্রাণে হত্যার জন্য দা. ডেগার, লোহার পানির পাইপ দিয়ে আক্রমন করে হত্যার চেষ্টা করা হয়। লোকজন তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেন। থানায় মামলা হলে পুলিশ আসাদের বাড়িতে পেয়েও গ্রেফতার করেনি। আক্তার ও তার মা দারুণ নিরাপত্তাহীনতায় ভুগছেন। আর্টিলারি সৈনিক নং-১২৫৪১১৩, আব্দুর রুপ চৌধুরী মুক্তিযোদ্ধে অংশ গ্রহণ করে সম্মূখ যুদ্ধে শহীদ হন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *