রিজেন্ট পার্কের ঘটনায় ছাত্রদল নেতাসহ ৩০০ জন আসামী

অপরাধ সিলেট
শেয়ার করুন

অনলাইন ডেস্ক :: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম এলাকায় রিজেন্ট পার্ক রিসোর্টে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ বাদি হয়ে মোগলাবাজার থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় ছাত্রদল নেতাসহ ৬ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ২৫০-৩০০ জনকে আসামী করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান, রিজেন্ট পার্ক ও রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হেলাল উদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার রাতে এসএমপির মোগলাবাজার থানায় ৬ জনের নামোল্লেখ করে ও ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা রেখে মামলা দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহকে প্রধান আসামি করে মামলাটি দায়ের করা হয়। এ ছাড়া ছাত্রদলের কর্মী আলাউদ্দিন ফারাবি, সানোয়ার বখত রাহিন, হুসাইন আহমদ, কবির আহমদ, সুমন আহমদকে আসামী করা হয়েছে।

প্রসঙ্গত, গত রবিবার দুপুরে সিলেটের দক্ষিন সুরমার সিলাম এলাকার রিজেন্ট পার্ক এন্ড রিসোর্টে হামলা চালায় স্থানীয় কিছু লোক। এসময় তারা রিসোর্টে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। রিসোর্টের বিভিন্ন কক্ষে অবস্থান করা ১২ তরুণ-তরুণীকে আটক করে তারা। পরে কাজী ডেকে এনে তাদের মধ্যে ৮ জনকে বিয়ে দিয়ে দেওয়া হয়। এ ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *