বিশ্বনাথ প্রাণিসম্পদ অফিসের ছাগল প্রদর্শনী ও র‍্যালী অনুষ্টিত

Uncategorized
শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রাণিসম্পদ অফিসের এক ছাগল প্রদর্শনী ও র‍্যালী অনুষ্টিত হয়েছে। সোমবার (১৭ আগষ্ট) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ অফিস মাঠে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারন প্রকল্পের আওতায় ছাগল প্রদর্শনী ও র‍্যালী অনুষ্ঠিত হয়।
প্রদর্শনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী আশরাফুল ইসলাম ও বিশ্বনাথ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুস শহীদ হোসেন।
প্রদর্শনীতে শ্রেষ্ঠ পাঠা পালনকারী এবং শ্রেষ্ঠ ছাগী পালনকারীদেরকে চিহ্নিত করে তাদের প্রত্যেককে একটি করে ১৯ ইঞ্চি এলইডি টিভি পুরস্কার প্রদান করা হয়। এছাড়া তিনজন সুফলভোগীকে তিনটি ছাগলের ঘর প্রদান করা হয়। এছাড়াও প্রদর্শনীতে অংশগ্রহনকারী ত্রিশ জন ছাগল পালনকারী প্রত্যেককে দানাদার খাদ্য, ভিটামিন, কৃমিনাশক ও জিংক সিরাপ বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডা. আবুল বাশার জুয়েল, ভিএফএ মোঃ সাদেকুল ইসলাম, রাজমোহন দেব, এফএফ (এআই) উজ্জল অধিকারী, আব্দুল্লাহ আল মাসুম, শহিদুল্লাহ কায়সার, গনেশ মোহন্ত প্রমুখ।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *