বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি-সম্পাদক কারাগারে

অপরাধ বিশ্বনাথ রাজনীতি
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিশ্বনাথ থানা পুলিশের দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক লিলু মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একিউএম নাসির উদ্দিন তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খালেদ হোসেন বলেন, ‘বিশেষ ক্ষমতা আইনের মামলায় (বিশ্বনাথ জিআর-১৬৬/২৩) উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিনে ছিলেন তারা। আজ (বৃহস্পতিবার) সিলেট জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন মামলার ২২ আসামি। এর মধ্যে ২০ জনের জামিন মঞ্জুর করলেও গৌছ আলী ও লিলু মিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

উল্লেখ্য, ২০২৩ সালের ২১ নভেম্বর বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) দীপংকর সরকার বাদী হয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩৩ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং ১৫০ জনকে অজ্ঞাত পরিচয় রেখে বিশেষ ক্ষমতা আইনে নাশকতার মামলা করেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *