নিজস্ব প্রতিবেদক :: বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক, সিনিয়র সাংবাদিক, দৈনিক ইত্তেফাক এবং দৈনিক সিলেটের ডাক পত্রিকার নিয়মিত কলাম লেখক ও বিশ্বনাথের ডাক ২৪ডটকম এর সম্পাদক ও প্রকাশক, এএইচএম ফিরোজ আলীকে মোবাইল ফোনে একটি সন্ত্রাসী চক্র খুন-গুমের হুমকি দিচ্ছে। দেশী-বিদেশী একাধিক নাম্বার ব্যবহার করে ফিরোজ আলীর মোবাইল ফোনে গত ৩/৪দিন ধরে অনবরত হুমকি দিচ্ছে। সন্ত্রাসীরা ফিরোজ আলীকে বাসা-বাড়ী ও রাস্তাঘাটে খুন-গুম করে ফেলার হুমকি দেয়। হুমকি দাতারা ফিরোজ আলীর বিদেশে থাকা তাঁর ছেলে-মেয়েকে হত্যা ও অপহরনের হুমকি দেয়। তিনি বিষয়টি সাংবাদিক, আত্মীয়-স্বজন এবং পরিচিত মহলের অনেকে অবহিত করেছেন। ফিরোজ আলী কয়েক বছর ধরে দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলা এলাকায় স্বপরিবারে বসবাস করছেন। গত ২০ জানুয়ারী তিনি দক্ষিণ সুরমা থানায় একটি সাধারন ডায়েরী (নং-১০৭০/২৫ইং) করেন। এ ঘটনায় সচেতনমহল বিশ্বনাথ মডেল প্রেসক্লাব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তদন্তপূর্বক সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানান।
ফিরোজ আলী বলেন, একদল সনন্ত্রী আমার পিছনে উঠে পড়ে লেগেছে। একের পর এক গুম খুনের হুমকি দিয়ে যাচ্ছে। আমি থানায় সাধারণণ ডায়েরী করেছি।
দতন্তকারি কর্মকর্তা এসআই রাজিব জানান, সাংবাদিক ফিরোজ আলীর বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। হুমকি দাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।