বিশ্বনাথে শিক্ষার উন্নয়নে মাষ্টার তজম্মুল আলীর ভূমিকা ছিল অপরিসীম

Uncategorized
শেয়ার করুন

আব্দুস সালাম : বিশ্বনাথে পন্ডিত ছিফত আলী মেমোরিয়াল কিন্ডার গার্ডেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণ অনুষ্টানে বক্তারা বলেছেন, রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ‌‌্যালয়ের প্রধান শিক্ষক মরহুম তজম্মুল আলী ছিলেন একজন দেশ প্রেমিক শিক্ষাবিদ। তিনি আজীবন বিশ্বনাথের শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন। তার শুণ‌্যতা এখন বিশ্বনাথের মানুষ হাড়ে হাড়ে ঠের পাচ্ছেন। সহজ সরল জীবন যাপনকারি তজম্মুল আলীর অনেক ছাত্র এখন দেশে বিদেশে সুনামের সহিত চাকুরি করছেন। তিনি অত‌্যন্ত নিতিবান একজন মানুষ ছিলেন। আমরা তার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করছি। শনিবার (১৫জুন) দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ। বিশেষ অতিথির বক্তব‌্য রাখেন, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম. নুনু মিয়া,
পন্ডিত ছিফত আলী মেমোরিয়াল কিন্ডার গার্ডেন স্কুল পরিচালনা কমিটির সদস্য মো. মাসুক মিয়ার সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান অমির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামসুন্দর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, জাগরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমদ রহিম, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, অগ্রগামী সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম সাহিদ, সাবেক মেম্বার মুক্তার মিয়া, সমাজকর্মী মাওলানা লুৎফুর রহমান সাইস্থা, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখর উদ্দিন, প্রবাসী কয়েস আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল জলিল হিরণ, বিশিষ্ঠ মুরব্বী হাজী মোস্তফা মিয়া, শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল কাইয়ুম শাকী, প্রবাসী আনা মিয়া, কুতুব আলী, পন্ডিত ছিফত আলী মেমোরিয়াল কিন্ডার গার্ডেন স্কুল পরিচালনা কমিটির সদস্য আক্তার হোসেন, হাসান রহমান টিপু, রফিবুল আলম ইকবাল, আসাদুজামান নুর আসাদ, আবুল কালাম রুনু, বিশ্বনাথ উপজেলা যুবলীগের কার্যকরী কমিটির সদস্য সফিক আহমেদ, আব্দুল মজিদ পিনু, উপজেলা সেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক সিজিল মিয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক শাহ বুরহান আহমদ রুবেল, শাহ শহিদুল ইসলাম সুজা, মুজিবুর রহমান মঞ্জ, উপজেলা ছাত্রদল নেতা রুমেল আলী, হোসাইন আহমদ প্রবেল, তাজুল ইসলাম, এস.এস. নিউজের পরিচালক আনোয়ার হোসেন, বিদ্যালয়ের সহকারি শিক্ষক রাজু মিয়া, হাবিবুর রহমান অহি, আফরোজা বেগম প্রমুখ।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীসহ বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *