বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসীর বিরুদ্ধে চেয়ারম্যানের মামলা : আসামীর জামিন লাভ

Uncategorized
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবারক আলীর দায়েরী মামলার আসামী যুক্তরাজ্য প্রবাসী আহমদ আলী জামিনে মুক্তি লাভ করেছেন। গত ৬ জানুয়ারী বুধবার সিলেটে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রট ৩নং আমলী আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে দীর্ঘ শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্যাষ্ট কাওছার আহমদ এর আদালত। ইতিপূর্বে তিনি মহামান্য হাইকোর্ট আদালতে জামিনের আবেদন করলে তাকে ৮ সপ্তাহ সময় দিয়ে নি¤œ আদালতে হাজিরের নিদের্শ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামী পক্ষের সিনিয়র আইনজীবি এএসএম গফুর। আসামী পক্ষের আইনজীবি হিসেবে জামিন শুনানিতে অংশগ্রহণ করেন সর্ব এডভোকেট এমদাদুল্লাহ শাহীন, শহীদুজ্জামান, সোহেল আহমদ চৌধুরী, হোসাইন আহমদ। বাদী পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবি রেজাউল করীম ও আতিকুর রহমান।

মামলা সূত্রে জানা যায়, সিঙ্গেরকাছ পশ্চিমগাও গ্রামের মৃত রাশিদ আলীর পুত্র আবারক আলী ২০১৯সালের ১৯ জুন তার নিকট আত্মীয় একই গ্রামের মৃত খোয়াজ আলীর পুত্র যুক্তরাজ্য প্রবাসী আহমদ আলী এক কোটি একুশ লাখ উনষাট হাজার পাঁচশত একাশি টাকার প্রতারনার অভিযোগে আদালতে একটি মামলা (মামলা নং বিশ্বনাথ সিআর ১৭৫/২০১৯) দায়ের করেন। আদালত মামলাটি এজাহারের জন্য বিশ্বনাথ থানাকে নিদের্শ দিলে দন্ডবিধি ৪০৬/৪২০/৫০৬ (২) ধারামতে মামলাটি দায়ের করা হয়। বিষয়টি মীমাংশার জন্য অনেক শালিস বৈঠকের উদ্যোগ নেয়া হলেও মীমাংশা হয়নি। এ নিয়ে এলাকায় দারুন চাঞ্চল্যের সৃষ্টি হয়। মামলা দায়েরের পর থেকে এঘটনা নিয়ে গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *