বিশ্বনাথে মুহিবুর রহমানসহ ১০জনের বিরুদ্ধে মামলা : গ্রেফতার হয়নি কেউ

অপরাধ বিশ্বনাথ সিলেট
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিশ্বনাথ পৌর মেয়র মুহিবুর রহমানের বিরুদ্ধে গুরুত্বর জখমি কাউন্সিলার রাসনা বেগম বাদি হয়ে বিশ্বনাথ থানায় দাখিলকৃত অভিযোগ পুলিশ মামলা হিসেবে রেকর্ড করেছে। মুহিবুর রহমানকে প্রধান আসামি কের দন্ডবিধি আইনের ৩০৭/৩৫৪/৩২৫/৩২৩/১৪৩/১১৪/৫০৬ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। মামলা নং-০৫, তারিখ ২৪/০৫/২০২৪ইং। মামলার অন্যান্য আসামিরা হচ্ছেন, কাউন্সিলার ফজর আলী ও বারাম উদ্দিন, শিমুলতলা গ্রামের আত্তর আলীর পুত্র সুরমান আলী, দক্ষিণ মীরের চর গ্রামের মৃত রুস্তুম আলী পুত্র সিতাব আলী, রামকৃষ্ণপুর গ্রামের মৃত তবারক আলীর পুত্র আনোয়ার আলী, রহমান নগর গ্রামের শমসের আলীর পুত্র হেলাল আহমদ (গাড়ির ড্রাইভার), জানাইয়া গ্রামের মৃত তোতা মিয়ার পুত্র আব্দুস শহীদসহ অজ্ঞাতনামা আরো ৮/১০জন।

উল্লেখ যে, গত ১৭এপ্রিল বিশ^নাথ পৌরসভার ১০জন কাউন্সিলারের মধ্যে ৭জন কাউন্সিলার মেয়র মুহিবুর রহমানের বিরুদ্ধে ঘুষ, দূর্ণীতি, স্বজনপ্রীতি, টাকা আতœসাৎ, ক্ষমতার অপব্যবহার, নিজের নামে ফেসবুক খুলে বিশ^নাথের মান-সম্মাণ ক্ষুন্ন এবং সামাজিক বিশৃংখলার বিরুদ্ধে অনাস্তা প্রস্তাব করা হয়। এই আক্রোশে গতকাল মঙ্গলবার মুহিবুর রহমান তাঁর গাড়ি দিয়ে কাউন্সিলার রাসনা বেগমকে গাড়ির চাকায় পৃষ্ট করে হত্যার চেষ্টা করেন এবং এ ঘটনার প্রতিবাদে কাউন্সিলারদের নেতৃত্বে কয়েক শতাধিক লোক মুহিবুর রহমানকে গ্রেফতার দাবি করে সন্ধার পর ঝাড়– মিছিল করে। এ ঘটনায় মামলা রেকর্ড করা হলেও পুলিশ এখন কাউকে গ্রেফতার করতে পারেনি। মামলা তদন্তকারি কর্মকর্তা জানান, আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *