বিশ্বনাথে মাজারের ভুমি ও কমিটি নিয়ে বিরুধ : রক্তক্ষয়ী সংর্ঘষের আশঙ্কা

Uncategorized
শেয়ার করুন

ডাক ডেক্স : বিশ্বনাথ উপজেলার ৩নং অলংকারি ইউনিয়নের পিটাকরা গ্রামের প্রায় আড়াইশ বছর পূর্বের একটি দরগাহ শরিফের ভুমি ও কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামের দু’পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী দাঙ্গা-হাঙ্গামার আশঙ্কা রয়েছে। (১৩ অক্টোবর-১৯ইং) রবিবার উভয় পক্ষের অভিযোগের প্রেক্ষিতে ওয়াকফ প্রশাসক বাংলাদেশের নির্দেশে সিলেট ও সুনামগঞ্জের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মো: আনোয়ার হোসেন সরজমিনে তদন্তকালে উভয় পক্ষ স্বাক্ষী প্রমানাদি প্রদান করেন। বিরুধ পূর্ণ ভুমির এসএ কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায় পিটাকরা মৌজার জেএল নং-৩৫, খতিয়ান নং-২০ এর ১০১৭, ১০১৮ ও ১০১৯ নং দাগে ৮০ শতক ভুমি শাহ সিকান্দার দরগাহের পক্ষে জহুর আলী, পিতা হাছন আলী নামে রেকর্ড রয়েছে। একই মৌজার ২৪৮নং খতিয়ানের ৭০৯, ৭১৬, ৭১৮নং দাগে ২ একর ৫৬ শতক ভুমি শাহ সিকান্দর দরগাহের পক্ষে মোতাওয়াল্লি জহুর আলী, পিতা হাছন আলী, সাং পিটাকরা নামে রেকর্ড ভূক্ত রয়েছে। একইভাবে বর্ণীত ভূমি বিএস রেকর্ডের জেএল নং-৩৫, খতিয়ান নং-৪৬৪, দাগ নং-৮১১ ও ১০০৭ দু’টি দাগে শাহ সিকান্দার দরগাহ কমিটির পক্ষে সেক্রেটারি পরিস্কার ভাবেই ৩ একর ৩৬ শতাংশ উল্লেখ রয়েছে। এসএ মোতাওয়াল্লি জহুর আলীর পক্ষে মহামান্য হাই কোর্টের রায় সহ ওয়াকফ বোর্ডের আদেশ রয়েছে। এসএ রের্কডিয় মোতাওয়াল্লি জহুর আলীর নাতি মাওলানা মো: ইলিয়াছ আলী (আল হুমাইদি) সাংবাদিকদের এসব কাগজপত্র দিয়ে বলেন, আমি আমার উত্তারাধীকার সুত্রে প্রাপ্ত দরগাহের যাবতীয় ভুমি রক্ষণাবেক্ষন ও অনুষ্টানাদি করে আসছি। কিন্তু কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি উক্ত ভুমি জবর দখল করার উদ্দেশ্যে প্রতিনিয়ত আমি ও আমার পরিবারটিকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে আসছেন। এ ব্যাপারে তিনি সিলেটের পুলিশ সুপার ও সহকারি পুলিশ সুপারের সাথে স্বাক্ষাত করে বিষয়টি অবহিত করেন।
এ ব্যাপারে তদন্তকারি কর্মকর্তা মো: আনোয়ার হোসেন এই মূহুর্তে কোন বক্তব্য দিতে রাজি হননি। তদন্তকালিন সময়ে তিনি মাজারের এক পক্ষের ভুমির কাগজপত্র গ্রহণ করলেও অপর পক্ষের কাগজপত্র গ্রহণ না করে অফিসে পৌছে দেয়ার কথা বলেন। যে পক্ষের কাগজ তিনি গ্রহণ করেননি সেই পক্ষের এসএ ও বিএস রেকর্ডের পর্চা ও মহামান্য হাইকোর্টের রায়ের আলোকে ওয়াকফ বোর্ডের আদেশের যাবতীয় কাগজাদি সাংবাদিকদের হাতে রয়েছে। মাওলানা ইলিয়াস আলীর প্রতিপক্ষ মাজারের কমিটির সাধারণ সম্পাদক দাবিদার সাবেক মেম্বার আব্দুল অদুদ আজাদ জানান, মাজারের জায়গা শাহ সিকান্দার দরগাহের নামে রেকর্ড ভুক্ত আছে। তবে মাজারের একটি দলিল মূলে আমরা দাবিদার আছি। দরগাহ শরিফের মোতাওয়াল্লি দাবিদার আক্তার হোসেন বলেন, কিছুদিন আগে ভুল বশত: এসএ ও বিএস রেকর্ডে শাহ সিকান্দারের নামে উক্ত ভূমি রেকর্ড হয়েছে এবং এ ব্যাপারে ওয়াকফ বোর্ডে আমাদের দলিল দাখিল আছে। পিটাকরা এলাকার শান্তি শৃংখলা রক্ষায় পুলিশের উর্ধতন কর্মকর্তার নজর দেয়া উচিৎ–


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *