বিশ্বনাথে বিট পুলিশিং কার্যক্রমের সভা : সকলের প্রচেষ্টায় অপরাধ দমন সম্ভব

Uncategorized
শেয়ার করুন

ডাক ডেক্স : সিলেটের বিশ্বনাথে উপজেলার রামপাশা ইউনিয়ন পরিষদে বিশ্বনাথ থানা পুলিশের উদ্যোগে সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রমের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তরা বলেছেন, জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা অনেক কম। তাছাড়া পুলিশের পক্ষে অপরাধ দমন একা সম্ভব নয় বিধায় সমাজের সতেচন মহলে সম্মিলিত প্রচেষ্টায় অপরাধ দমন সম্ভব। সভায় বিশ্বনাথ থানা অফিসার ইনচার্জ বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশ বদ্ধ পরিকর। যে যত বড়ই শক্তিশালি হননা কেন অপরাধে জড়িত থাকলে পুলিশ কাউকে ছাড় দেবেনা।

(৭সেপ্টেম্বর)শনিবার দুপুরে অনুষ্টিত সভায় রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে ও থানার এসআই দেবাশীষ শর্ম্মার পরিচালনায় বক্তব্য রাখেন, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ,  রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, ইউপি সদস্য জামাল আহমদ।

উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি পার্থ সারথী দাশ, রামপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল মুকিত সুমন, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রামপাশা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরব শাহ।

এসময় উপস্থিত ছিলেন, রামপাশা ইউনিয়ন পরিষদের মেম্বার আজাদুর রহমান আজাদ, ইছহাক আলী, নাসির আহমদ, এলাকার মুরব্বী আবদুর রশীদ, হাজী জমির আলী, আওয়ামী লীগ নেতা আহমদ শরীফ, বিএনপি নেতা গণি শাহ, আয়াজ আলী, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব আবদুল হামিদ, সংগঠক আজির উদ্দিন, নানু মিয়া, আসলম আলী, রিপন মিয়া প্রমুখ।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *