বিশ্বনাথে পল্লীবিদ্যুতের গণ-শুনানী : সকলকে বিদ্যুৎ সাশ্রয়ী হতে হবে

Uncategorized
শেয়ার করুন

ডাক ডেক্স : বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পল্লীবিদ্যুৎ সমিতি সিলেট-১ এর বিশ্বনাথ জোনাল অফিসের উদ্যোগে এক গণ-শুনানী অনুষ্ঠিত হয়। আজ (৫সেপ্টেম্বর) বৃহস্পতিবার রামপাশা ইউনিয়ন পরিষদে এ গণ-শুনানী অনুষ্টিত হয়। গণ-শুনানীতে পল্লী বিদ্যুতের বিভিন্ন গ্রামের গ্রাহকরা অংশ গ্রহণ করেন। গ্রাহকরা অভিযোগ করে বলেন, বিভিন্ন গ্রামে নূয়ে পড়া খুটি, গাছ, বাঁশ, টিনের চাল-বেড়া ও ছাদের উপর দিয়ে ড্রপলাইন ও কোথায়ও কোথায়ও মেইন লাইন টেনে খারা হয়েছে। সামান্য বাতাস কিংবা ঝড় বৃষ্টির সময় লাইনে আঘাত লেগে বিদ্যুৎ চলে যায় এবং অনেক সময় ট্রান্স মিটার ও নস্ট হয়ে যায়। গ্রাহকরা ভুয়া বিদ্যু বিলের বিষয়ে আপত্তি জানান। লাইন ম্যানরা অনেক সময় মিটারের রিডিং না দেখে বিল তৈরী করে দেয়ায় বাসায় ভাড়াটিয়া গ্রাহকরা ক্ষতিগ্রস্থ হন বেশি। গ্রাহকরা উপস্থিত কর্মকর্তাদের নিকট এর প্রতিকার দাবি করেন।

গ্রাহকদের জবাবে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১এর বিশ্বনাথ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার প্রকৌশলী নাজমুল হাসান, হিসাব সহকারী মাহবুব আলম বলেন, গ্রাহকরা বাসা বাড়িতে ওয়ারিং করার সময় একজন দক্ষ ইলেক্ট্রিশিয়ান দিয়ে কাজ করলে অনেক সময় দূর্ঘটনা ও অতিরিক্ত বিদ্যুৎ বিল থেকে রক্ষা পাওয়া যায়। তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারনে প্রচন্ড গরমে লোকজন বাসা-বাড়ি, মসজিদ, মাদরাসায় এসি ব্যবহার করছেন এই বিষয়টি বিদ্যুৎ অফিসকে অবশ্যই অবহিত করতে হবে। কারন লাইনে বেশি লোড হলে বিষ্পোরণ ও ঘটতে পারে। কোন তথ্য গোপন রাখা যাবেনা। যে কোন বিষয়ে সমস্যা সৃষ্টি হলে পল্লী বিদ্যুৎ সমিতিকে অবহিত করতে হবে। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য প্রয়োজন ব্যতীত ফ্যান, বাতি ও এসি বন্ধ রাখতে হবে। দোকান বাসা-বাড়ি, অফিস সহ যেখানে বিদ্যুৎ রয়েছে সেখানে দরজা জানালা বন্ধের আগে সকল বিদ্যুতের চুইস বন্ধ করে দেয়া একজন সচেতন গ্রাহকের দায়িত্ব।

রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে ও পল্লী বিদ্যুৎ সমিতি বিশ্বনাথ জোনাল অফিসের ওয়ারিং পরিদর্শক হাবিবুর রহমানের পরিচালনায় গণশুনানীতে বক্তব্য রাখেন  রামপাশা ইউনিয়ন পরিষদের মেম্বার আবুল খয়ের, জামাল উদ্দিন, বৈরাগী বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবদুস শহিদ, বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে আনোয়ার আলী, ফখর উদ্দিন, ফয়েজ উদ্দিন, শরীফ উদ্দিন। গণশুনানীর শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ আবদুল কাইয়ুম।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *