বিশ্বনাথে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত : আহত ১

Uncategorized
শেয়ার করুন

ডাক ডেক্স : সিলেট-ছাতক রেলপথে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার নাম মাওলানা হাফিজুর রহমান (৮০)। তিনি সুনামগঞ্জ জেলার বিসম্ভরপুর থানার ধনপুর গ্রামের বাসিন্দা। (২২ অক্টোবর) মঙ্গলবার সন্ধ্যা ৭টায় উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ঘাসিগাঁও গ্রামের সিলেট-ছাতক রেলপথে এ দূর্ঘটনা ঘটে। এসময় হাবিব মিয়া (১৫) নামে এক কিশোর আহত হয়েছে। সে স্থানীয় রহিমপুর গ্রামের ইয়াকুব আলীর পুত্র।
প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় অজ্ঞাতনামা ওই বৃদ্ধ রেল লাইন দিয়ে হাটছিলেন। ছাতক থেকে সিলেট গামী ট্রেনটি ঘাসিগাঁও এলাকায় ওই বৃদ্ধের কাছাকাছি পৌছলেও তিনি রেল লাইন থেকে সরছিলেন না। তখন ট্রেনের ইঞ্চিনে থাকা যাত্রী হাবিব পা দিয়ে ওই বৃদ্ধকে সরানোর চেষ্টা করেও ব্যার্থ হয়। এসময় ট্রেনের চাকায় পৃষ্ট হয়ে দ্বিখন্ডিত হয়ে যান ওই পথচারী বৃদ্ধ। নিহত বৃদ্ধকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে পায়ে গুরুত্বর আঘাত প্রাপ্ত হাবিবকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এব্যাপারে সিলেট রেলওয়ে পুলিশের (জিআরপি থানা) অফিসার ইন-চার্জ (ওসি) মো. আব্দুস সাত্তার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে প্রেরণ করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।

নিহতের নাতী বিশ্বনাথ উপজেলার রাজনগর গ্রামের দিলোয়ার হোসেন জানান, মাওলানা হাফিজুর রহমান কিছুদনি যাবৎ মানষিকভাবে ভারসাম্যহীন। তিনি কারো সাথে কোন কথা বলেন না। সোমবার (২১ অক্টোবর) দুপুরে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা তার সন্ধানে লামাকাজী পয়েন্টে এসে জানতে পারেন তাকে স্থানীয় লোকজন সোমবার বিকেলে লামাকাজী পয়েন্টে দেখেছেন। এরপর লামাকাজী এলাকায় নিখোঁজ মাওলানা হাফিজুর রহমান অনেক খোঁজাখুজি করেন তারা। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় সিলেট-ছাতক রেল লাইন দিয়ে হাটার সময় ট্রেনের কাটা পড়ে নিহত হন মাওলানা হাফিজুর রহমান। খবর পেয়ে পরিবারের সদস‌্যরা ঘটনাস্থলে পৌছে নিহতের পরিচয় সনাক্ত করেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *