বিশ্বনাথে করোনা প্রতিরোধে জীবাণুনাশক ছিটানো শুরু

Uncategorized
শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : করোনা সংক্রমণ প্রতিরোধে সিলেটের বিশ্বনাথ উপজেলায় জীবাণুনাশক ছিটানো শুরু হয়েছে। (১৫মে) শুক্রবার বেলা ১১টায় এর আনুষ্ঠানিক উদ্ভোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম নুুনু মিয়া। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট অংশ নেয় এ কার্যক্রমে। প্রথম দিনে উপজেলা পরিষদ এলাকা, থানা কম্পাউন্ড, সদরের নতুন বাজার ও পুুরাতনবাজারে ১৩ হাজার লিটার জীবাণুনাশক ঔষধ ছিটানো হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান, ফায়ার সার্ভিস সিলেটের ডিডি কবেদ আলী সরকার, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছয়ফুল হক প্রমূুখ।
উপজেলা চেয়ারম্যান এসএম নুনুু মিয়া বলেন, করোনার ঝুঁকি রয়েছে আমাদের উপজেলায়। আক্রান্ত হয়েছেন অনেকেই। উপজেলাবাসীর স্বাস্থ্য সুরক্ষায় এ উদ্যোগ নেয়া হয়েছে। জীবাণুনাশক ঔষধ ছিটানোর এ কার্যক্রম অব্যাহত থাকবে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *