বিশ্বনাথে ছাগল পালনকারিদের মধ্যে সরকারি ঔষধ বিতরণ

Uncategorized
শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : সিলেটের বিশ্বনাথে উন্নত জাতের ৩০জন ছাগল পালনকারিদের মধ্যে বিনামূল্যে সরকারি ঔষধ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণীসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় ভিটামিন প্রিমিক্স, কৃমিনাশক ও অন্যান্য জাতের এই ওষুধ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রাণী সম্পদ অফিসের প্রশিক্ষণ কক্ষে এক আলোচনা সভা শেষে এ ঔষধ বিতরণ করা হয়। উপজেলা প্রণীসম্পদ কর্মকর্তা ডা: আব্দুস শহীদ হোসেনের সভাপতিত্বে ও ব্ল্যাক বেঙ্গল জাতের মাঠকর্মী আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: কাজী আশরাফুল আসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আশিক আলী ও কোষাধ্যক্ষ আক্তার আহমদ শাহেদ।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *