বিশ্বনাথে চালকের উপর হামলা করে তিন লাখ টাকা লুটপাটের অভিযোগ

Uncategorized
শেয়ার করুন


ডেক্স রিপোর্ট : সিলেটের বিশ্বনাথে এক পিকআপ চালকের উপর হামলা করে নগদ তিন লাখ টাকা ও জমির দলিল পত্র লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গত ১৯জানুয়ারি সকালে এই হামলার শিকার হন উপজেলার জাহারগাঁও গ্রামের মখলিছ মিয়ার পুত্র পিকআপ চালক নজরুল ইসলাম (৩৪)। আহত অবস্থায় তিনি প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। এঘটনায় ২৩জানুয়ারি রাতে নজরুল ইসলাম বাদি হয়ে ৫জনকে আসামি করে বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং (১৯)। মামলার আসামিরা হলেন, জাহারগাঁও গ্রামের মৃত হারিছ খানের পুত্র নওশাদ খাঁন (৫০), তার পুত্র আখতার খাঁন (২৪), একই গ্রামের বাহারাম খাঁনের পুত্র সোহেল খাঁন (২৪), সুহেদ খাঁন (২২) ও আফসর খাঁন (৩২)
বাদি নজরুল ইসলাম মামলার এজাহারে উল্লেখ করেন, ওইদিন তিনি বাড়ি থেকে বাহির হয়ে পশ্চিম চান্দশির কাপন গ্রামের জামে মসজিদের সামনে পৌছামাত্র আসামিরা তার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে টাকা ও জমির দলিল প্রত্রের ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যায়। এঘটনায় তিনি সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরে ওই মামলাটি দায়ের করেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *