করোনাভাইরাস : জনসচেতনতা বৃদ্ধিতে বিশ্বনাথে লিফলেট বিতরণ

Uncategorized
শেয়ার করুন

করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থা ধ্রুবতারার উদ্যেগে লিফলেট বিতরণ করা হয়েছে। ‘করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হোন’ স্লোগানের সোমবার সকাল থেকে উপজেলা বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ধ্রুবতারার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতিন, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি কাওছার আহমদ, বিশ্বনাথ ব্লাড সোসাইটির সভাপতি শামীম আহমদ , শুদ্ধবার্তা২৪ডটকম সম্পাদক আবু সুফিয়ান, ধ্রুবতারা বিশ্বনাথ উপজেলা  সহ সভাপতি সাইদ মিয়া, যুগ্ম সম্পাদক জুবেল আলী সদস্য, দৌলতপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আখতার হুসেন শেখ, যুগ্ন আহবায়ক আবুল হোসেন, তুফায়েল আহমদ, রেদুয়ান আহমদ,সুয়েব প্রমুখ।

আসুন, আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে করোনাভাইরাস প্রতিরোধে সতর্ক হই। 

সতর্কতাঃ-

✅ সাবান পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড যাবৎ হাত ধৌত করুন। 

✅ হ্যান্ড স্যানেটাইজার ব্যবহার করুন।

✅ হাঁচি-কাশির সময়ে টিস্যু অথবা কাপড়-রুমাল দিয়ে অথবা বাহুর ভাঁজে নাক মুখ ঢেকে ফেলুন। ব্যবহৃত টিস্যু ঢাকনাযুক্ত ময়লার পাত্রে ফেলুন।

✅ বাহিরে বের হলে মাস্ক ব্যবহার করুন।

❎ হাত না ধুয়ে চোখ মুখ ও নাক স্পর্শ করা থেকে বিরত থাকুন।

যেখানে সেখানে কফ ও থুথু ফেলবেন না।

❎ ঠান্ডা অথবা ফ্লু আক্রান্ত ব্যক্তির সাথে মিশবেন না।

❎ ফার্ম জাতীয় পশু-পাখি খালি হাতে স্পর্শ করবেন না।

করোনাভাইরাস বিষয়ক অথবা সাধারণ সর্দি-কাশি-জ্বরের চিকিৎসা পরামর্শের জন্য কল করুনঃ- 

☎১৬২৬৩ অথবা

☎৩৩৩ অথবা 

আইইডিসিআর এর হটলাইন

☎০১৯৩৭১১০০১১

☎০১৯৩৭০০০০১১

☎০১৯২৭৭১১৭৮৪

☎০১৯২৭৭১১৭৮৫


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *