বিশ্বনাথে ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব পালিত

Uncategorized
শেয়ার করুন


আশিক আলী, বিশ্বনাথ :
সিলেটের বিশ্বনাথে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহ্যবাহি বার্ষিক পলো বাওয়া উৎসব পালিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোয়াহরি গ্রামের দক্ষিণের গোয়াহরি নামের বিলে ওই পলো বাওয়া উৎসব পালন করেন এলাকাবাসী। প্রতিবছরের বাংলা পহেলা মাঘ গোয়াহরি গ্রামের লোকজন তাদের বাবা-দাদার ঐতিহ্য হিসেবে এই উৎসব পালন করে থাকেন। সময় হলে উৎসবে অংশ গ্রহণ করতে গ্রামের অনেক প্রবাসীরাও স্বপরিবারে দেশে চলে আসেন। উৎসবের দিন পলো আর জাল’সহ মাছ ধরার নানা অস্ত্র নিয়ে লোকজন ভোর থেকে বিলের পাড়ে গিয়ে সমবেত হতে থাকেন। উৎসবটি একনজর দেখার জন্য উপজেলার বিভিন্ন স্থান থেকে লোকজন সেখানে গিয়ে ভিড় জমান। ঘোষণা অনুযায়ি সময় হলেই একসাথে পলো আর জাল নিয়ে বিলে ঝাপিয়ে পড়েন উৎসব প্রেমি লোকজন। এরই ধারবাহিকতায় গতকাল বুধবারও ওই বিলে পলো বাওয়া উৎসবে মেতে ওঠেন এলাবাসী। এসময় অনেকের পলোতে ধরা পড়ে বোয়াল, রুই, কাতলা, গজার, বোয়াল, শউল, মৃগেল, বিগ্রেড, কার্পু, বাউশ, ঘনিয়া, তেলাপিয়াসহ ছোট-বড় বিভিন্ন জাতের মাছ। মাছ ধরা দেখতে বিলের পাড়ে শিশু থেকে শুরু করে নারী পুরুষ’সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ সমবেত হতে দেখা যায়।
জানতে চাইলে গোয়াহরি গ্রামের লন্ডন প্রবাসী আর উল্লা নামের একজন বলেন, পলো বাওয়া এই উৎসবটি তাদের পূর্ব পুরুষদের ঐতিহ্য। তাই তিনি এই উৎসব দেখতে কিছুদিন পুর্বে দেশে আসেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *