বিশ্বনাথে এইট বুদ্ধি প্রতিবন্ধি স্কুলের উদ্বোধন

Uncategorized
শেয়ার করুন

ডেক্স রিপোর্ট : সিলেটের বিশ্বনাথে এই প্রথমবারের মতো সকল প্রকার খরচ ছাড়াই ‘এইট বুদ্ধি প্রতিবন্ধি ও অটিজম স্কুল’ নামের একটি প্রতিষ্টানের উদ্বোধন করা হয়েছে। শিক্ষার্থীদের যাতায়াত’সহ সকল খরচ স্কুলের পক্ষ থেকেই বহণ করা হবে। প্রতিষ্টানের সুচনা শুরু করা হয়েছে বুদ্ধি প্রতিবন্ধি আবু মূছা নামের এক শিক্ষার্থীকে দিয়ে। পরিচালনা কমিটির এমন মহতি উদ্বোধনের জন্য উপস্থিত অতিথিরা সন্তোষ প্রকাশ করেছেন।
বুধবার উপজেলার রামপাশা ইউনিয়নের নরসিংপুর নামক স্থানে ওই স্কুলটি শুভ উদ্বোধন করা হয়। এ উপলক্ষে স্কুল মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বনাথ এইট ইউকে ২০১৫এর সভাপতি ইরান হোসেন বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী আলী আনহার শাহানের পরিচালনায় আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী মুমিন খান মুন্না, উপজেলা আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম, সুফি সামছুল ইসলাম, মহব্বত আলী জাহান ও গড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উম্মে কলসুম প্রমুখ।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *