বিশ্বনাথে উপজেলা নির্বাচন : অনেকের প্রার্থী হওয়ার খায়েস

বিশ্বনাথ রাজনীতি সিলেট
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রায় কয়েক মাস ধরে প্রার্থীদের খুব তৎপরতা শুরু হয়েছিল। কিন্তু বাংলাদেশ আওয়ামীলীগ উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক (নৌকা) বরাদ্ধ না দেয়ার ঘোষনায় অনেক প্রার্থীর খায়েস থমকে গেছে। তবে, কিছু কিছু প্রার্থী রোজি রোজগারের আশায় তৎপর রয়েছেন। কেন্দ্রীয় বিএনপি উপজেলা নির্বাচনে অংশ গ্রহণ করবে না ঘোষনা দেয়ার পর এ দলের প্রার্থীরাও হিমশিম খাচ্ছেন। তবে, দলীয় পরিচয় না দিয়ে বিএনপির কয়েকজন প্রার্থী গোপনে গোপনে ভোটারদের মনোযোগ আকর্ষন করছেন।

ইতিমধ্যে যুক্তরাজ্য থেকে আসা প্রায় ৭/৮জন প্রার্থীতা ঘোষনা করেছেন। তারা জোর তৎপরতা চালাচ্ছেন। সিলেটের অন্যান্য উপজেলার মত বিশ্বনাথেও স্থানীয় জাতীয় নির্বাচনে প্রবাসিরা অংশ গ্রহণ করে বিজয়ীও হয়েছেন। আগামি নির্বাচনে এ উপজেলায় প্রবাসী প্রার্থীর সংখ্যা বেশি হতে পারে। ইতিমধ্যে সব মিলিয়ে ১৬জনের প্রার্থীতা হওয়ার সম্ভাবনা রয়েছে। এরমধ্যে নেতা পাতি নেতা, পুটি নেতাও উপজেলা চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ পদে প্রার্থী হওয়ার খায়েস করছেন। কেউ কেউ উপজেলা পরিষদের কার্যক্রম প্রসঙ্গে কিছু না জানলেও টাকা দিয়ে ভোট কিনে চেয়ারম্যান হওয়ার মত গল্প গোজব করছেন। কিন্তু ভোটাররা আসন্ন নির্বাচনে সিলেটের ঐতিহ্যবাহি বিশ্বনাথ উপজেলায় একজন শিক্ষিত মেধাবি এবং অমায়িক আচার-আচরনের অধীকারিকে নির্বাচিত করবেন এমন প্রত্যাশা পুরণে প্রার্থীর অপেক্ষা করছেন। বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়ার বিতর্কিত ভুমিকায় প্রকৃত অর্থে একজন যোগ্যমান ব্যক্তিকে খুজছেন ভোটাররা।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *