বিশ্বনাথে ইলিয়াস হুমাইদির উপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা দায়ের

Uncategorized
শেয়ার করুন

স্টাফ রিপোটার : সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পিটাকরা গ্রামে সন্ত্রাসী হামলার ঘটনায় অভিযোগ দাখিল করা হয়েছে। পিটাকরা গ্রামের মৃত সিকন্দর আলীর পুত্র ও মাওলানা ইলিয়াস আল হুমাইদির বড় ভাই আলকাছ আলী বাদি হয়ে আজ (২৯মার্চ) বিশ্বনাথ থানায় একটি অভিযোগ দায়ের করেন। গত ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মাওলানা হুমাইদিকে প্রাণে হত্যার উদ্দেশ্যে তার নিজ বাড়িতে হামলা চালানো হয়। এ ঘটনায় একই গ্রামের মৃত আব্দুল মুতলিব উরফে কটাই মিয়ার পুত্র আখতার হোসেনকে প্রধান অভিযুক্ত করে ১০ জনের নাম উল্লেখ করে অভিযোগ দাখিল করা হয়। মাওলানা ইলিয়াস আল-হুমাইদির উপর হামলার পর তার পরিবারে মধ্যে আতংঙ্ক বিরাজ করছে এবং অনেকেই এখন বাড়ি ছাড়া রয়েছেন।
প্রসঙ্গ, দীর্ঘ দিন ধরে পিটাকরা গ্রামে শাহ সিকান্দার দরগাহ শরীফ ও বাড়ির সীমানা নিয়ে ইলিয়াস হুমাইদি ও প্রতিপক্ষ আখতার হোসেনের মধ্যে বিরুধ চলে আসছে। প্রতিপক্ষ আখতার হোসেন হুমাইদিকে ঘায়েল করতে ২০১৯ সালের ৩ নভেম্বর হুমাইদি সহ ৫জনকে আসামি করে আদালতে একটি সাজানো মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করনে, মামলা নং-৫/২৩৫)। তদন্ত শেষে গত ২৪ মার্চ আদালতে ফাইনাল রিপোর্ট দাখিল করে বিশ্বনাথ থানা পুলিশ। এতে মামলার বাদি আখতার হোসেন ক্ষীপ্ত তার সন্ত্রসী বাহিনী নিয়ে (২৬ মার্চ) বিকেলে ইলিয়াস হুমাইদি ও তার পরিবারের উপর হামলা চালায়। এতে মহিলা শিক্ষার্থী সহ ৫জন গুরুতর আহত হয়। আহতরা বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা জানান, অভিযোগ পেয়েছি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *