বিশ্বনাথে অমানবিক কান্ড : ধান পুড়িয়ে বিষ প্রয়োগে মাছ হত্যা

Uncategorized
শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : সিলেটের বিশ্বনাথে শত্রুতা বশত কৃষকের হাড়ভাঙ্গা কষ্টের বোরো ফসল বিষ প্রয়োগ করে পুড়িয়ে মাছ হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীঘরপুরস্থ কাজলার হাওরের রূপনকৃত প্রায় ৩০০ শতক জমির বোরো ধান অজ্ঞাত দুস্কৃতিকারীরা বিষ প্রয়োগ করে পুড়িয়ে দিয়েছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ওঠেছে। আশপাশের জমিগুলোর ধান বহাল থাকলেও এই জমিগুলোর ধান নষ্ট করায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সোমবার বিকেলে খবর পেয়ে বর্গাচাষিরা হাওরে গিয়ে ধানের এমন করুন দৃশ্য দেখতে পান। এতে হাওরপাড়ের কাউপুর গ্রামের ক্ষতিগ্রস্থ তিনজন বর্গাচাষি কৃষক তাদের পরিবারের একমাত্র আহার শেষ সম্বল হারিয়ে অনেকটা বাকরুদ্ধ হয়ে পড়েন।
জানা যায়, চলতি বোরো মৌসুমে উপজেলার কাউপুর গ্রামের লন্ডন প্রবাসী আশিক উদ্দিন এর জমিগুলো চাষাবাদ করেন একই গ্রামের তিনজন কৃষক ইদ্রিছ আলী (৬০) তার ছোট ভাই আব্দুল আলী (৫৮) অপর কৃষক ছয়ার আলী (৪২)। ধানের ফলনও বেশ ভালো হয়েছিলো। কিন্তু তাদের খেতের এমন পরিনতি হওয়ায় আসমান ভেঙ্গে যেন মাথায় পড়েছে। শুধু তাই নয় একই রাতে লন্ডন প্রবাসী আশিক উদ্দিনের বাড়ির পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লাখ টাকার মাছ মেরে ফেলা হয়েছে। জানতে চাইলে লন্ডন প্রবাসী আশিক উদ্দিন জানান-সম্প্রতি সম্পদ নিয়ে তার মামা আরশ আলী (৭৫) ও মামাতো ভাই সাবেক মেম্বার নজরুল ইসলাম নিজামের সাথে বিরুধ চলে আসছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, পুকুরের মাছ চুরি ও ঘর পুড়ানোসহ একাধিক মামলাও চলে আসছে আদালতে। ওই মামলায় বর্তমানে জেল হাজতে রয়েছেন প্রবাসীর মামা আরশ আলী ও তাদের সহযোগী রুবেল আলী। তিনি মনে করছেন পূর্ব শত্রæতার জের ধরে মামাতো ভাই নজরুল ইসলাম নিজাম এঘটনাটি ঘটাতে পারে। এব্যাপারে জানতে চাইলে নজরুল ইসলাম নিজাম তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা দাবি করে বলেন-তিনি মামলার ভয়ে দুই সপ্তাহ ধরে পালিয়ে রয়েছেন। এঘটনায়ও তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *