প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটুক্তি : সিলেট সাইবার ট্রাইব্যুনালে মামলা

অপরাধ সুনামগঞ্জ
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার লুহারগাঁও গ্রামের হারিছ আলীর পুত্র আকবর আলীর বিরুদ্ধে সিলেটের বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেছেন লুহার গাঁও গ্রামের জমির আলীর পুত্র ফখরুল আলম রুমেন। গত পহেলা এপ্রিল শুনানী শেষে আদালত জগন্নাথপুর থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

সাইবার নিরাপত্তা আইন ২০২৩এর ২৫/২৭/২৯ধারায় দায়েরি মামলায় বাদি আদালতে অভিযোগ করেন, গত ১মার্চ, ৭মার্চ, ১০মার্চ, ১৭মার্চ ও বিভিন্ন তারিখ ও সময়ে আসামি আকবর আলী তার নামীয় নিজস্ব মোবাইলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয় ও বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে সমাজে মিথ্যা তথ্য প্রচার, প্রকাশ ও ব্যঙ্গ করিয়া তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য অসম্মানী ও অশ্লিল ভাষায় গালি-গালাজ করিয়া আকবর আলী নিজ আইডি ও ফেইক আইডি ব্যবহার করিয়া চরম কটুক্তি ও মানহানীর ঘটনা করিয়াছেন। বিভিন্ন কটুক্তির (স্কিনসট) ফটো কপি আদালতে দাখিল করিয়াছেন। এসব (স্কিনষটের) লেখা কোন বিবেকবান মানুষ পড়ে স্ত্রীর থাকতে পারবেনা। মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন বাদি পক্ষের আইনজীবি এএসএম গফুর।

আদালতের নির্দেশে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল হুদা মুকুট বাদি ফখরুল আলম রুমেনকে মামলা দায়েরের সম্মতি দিয়ে প্রত্যয়ন পত্র প্রদান করেছেন। তিনি বলেন, পাটলি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম রুমেনকে আকবর আলীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জন্য সম্মতি দিয়েছেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *