দ্বীনে শিক্ষার অভাবে মানুষ বিপদগামী হচ্ছে

Uncategorized
শেয়ার করুন

স্টাফ রিপোটার : বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম এর মহা-সচিব, ঢাকা মহানগর হেফাজতের আমির ও বেফাকুল মাদারিসিলের কো-চেয়ারম্যান, আল্লামা নুর হোসাইন কাসেমী বলেছেন, দ্বীনি শিক্ষার অভাবে মানুষ বিপদগামী হচ্ছে। একমাত্র ইসলামই পৃখিবীরর মানুষকে মুক্তির পথ দেখাতে পারে। বাংলাদেশে প্রথাগত বা পুথিগত শিক্ষা দিয়ে ইহকাল ও পরকালের কল্যাণ করা যাবেনা। একমাত্র দ্বীনি শিক্ষাই মানুষের নীতি নৈতিকতা ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় দুর করতে পারে। তাই দ্বীনি শিক্ষার কোন বিকল্প নেই। বাংলাদেশের বাস্তবতার নিরিখে ইসলামি শিক্ষাকে সরকারিভাবে বাধ্যতামূলক করার জন্য তিনি সরকারের প্রতি আহবান জানান। আল্লামা কাসেমী বলেন, সমাজে যে ভাবে নারী ও শিশুদের উপর অত্যাচার নির্যাতন বেড়েছে তা একমাত্র দ্বীনি শিক্ষার অভাবের কারনে। কওমী মাদরাসার প্রকৃত দ্বীনি শিক্ষা দেয়া হয়। এদেশে ইসলাম কায়েম করতে হলে, মহানবী হযরত মোহাম্মদ (স.) এর পথ অনুস্বরণ করতে হবে। আমারা সকলেই শুধু নিজে নয়, অপরের কল্যাণে আত্ননিয়োগ করতে হবে।

তিনি গতকাল শনিবার বিকেলে সিলেটের বিশ্বনাথ ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্টান জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদরাসার ৭তলা বিশিষ্ট শিক্ষাভবনের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেছেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামিয়া মাদানিয়া বারিধারা ঢাকার শায়খুল হাদিছ আল্লামা উবায়দুল্লাহ ফারুক, জমেয়া হোসাইনিয়া আরজবাদ ঢাকা মিরপুরের মোহতামিম মাওলানা বাহা উদ্দিন জাকারিয়া, হাফিজ মাওলানা তাফহীমুল হক হবিগঞ্জি। অনুষ্টানে সভাপতিত্ব করনে, আযাদ দ্বীনি এদরায়ে তালিম বাংলাদেশ (কওমী মাদরাসা শিক্ষাবোর্ডের) সভাপতি আল্লামা শায়খ জিয়া উদ্দিন প্রমুখ।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *