দ্বীনি প্রতিষ্টানে সহযোগীতা করা নৈতিক দায়িত্ব

Uncategorized
শেয়ার করুন

আব্দুস সালাম : বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের এলাহাবাদ (তেলিকোনা) ইসলামিয়া আলিম মাদরাসায় ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্টানে মোকাব্বির খান এমপি বলেছেন, মসজিদ মাদরাসা শিক্ষা প্রতিষ্টানে সহযোগীতা করা সকলের নৈতিক দায়িত্ব। নীতি নৈতিকতা সামাজিক মূল্য বোধ ও মানুষত্বের বিকাশ ঘটে দ্বীনি শিক্ষার মাধ্যমে। আমরা ইসলাম শিক্ষা থেকে দূরে সরে যাওয়ায় আমাদের নৈতিক অবক্ষয় ঘটছে। দেশে চরমভাবে দূর্নীতি বাড়ছে কোটি কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। কিন্তু কোন প্রতিকার হচ্ছেনা। তাই সরকারকে কঠোর হস্তে দূর্নীতি দমন করতে হবে। (৯ডিসেম্বর) মঙ্গলবার সকাল ১০টায় ৭৫ লাখ টাকা ব্যয়ে নতুন মাদরাসা ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মাদ্রাসার অধ্যক্ষ মাও: আবু তাহির হুসাইনের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক আলতাফুর রহমানের পরিচালনায় আলোচণা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, গণফোরাম নেতা ও সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সৎপুর কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাও: শফিকুর রহমান, সাবেক চেয়ারম্যান পীর লিয়াক আলী, বর্তমান চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, প্রতিষ্ঠাতা সদস্য মাও: সিদ্দিকুর রহমান, সমাজ সেবক তোফাজ্জুল ভান্ডারী, হরমুজ আলী ও শিক্ষক এটিএম নুর উদ্দিন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *