দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট পুরানগাঁও কেন্দ্রের পুরস্কার বিতরন সম্পন্ন

Uncategorized
শেয়ার করুন


আব্দুস সালাম,
উপ-মহাদেশের প্রখ্যাত ওলী, ওলীকুল শিরমনী আল্লামা ফুলতলী (র.) প্রতিষ্টিত দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট পুরানগাঁও নতুন জামে মসজিদ শাখা কেন্দ্রের পুরস্কার বিতরনী ও ক্বারি ছাহেবদের বিদায়ী অনুষ্টান সম্পন্ন হয়েছে।

(০১ জুন) শনিবার দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের বায়তুল মামুর জামে মসজিদ শাখা কেন্দ্রে অনুষ্টিত হয়। এই কেন্দ্রটি ২০০১ সালে প্রতিষ্টিত হয়। বর্তমানে কেন্দ্রটিতে খামিছ জামাত পর্যন্ত ক্লাস চলছে এবং ১০ জন প্রশিক্ষক রয়েছেন।

বিগত ১৯ বছরে প্রায় কয়েক হাজার ছাত্র-ছাত্রী এই কেন্দ্র থেকে সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত শিখে দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছেন। বিশ্বনাথ উপজেলায় মোট ৬৫ টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে পুরানগাঁও নতুন জামে মসজিদ শাখা এটি। এই শাখায় প্রতি বছরের ন্যায় এ বছরও প্রায় ২৫০ জন ছাত্র-ছাত্রী বিশুদ্ধ কোরআন প্রশিক্ষণ গ্রহন করেছেন। অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের সমাগমের মধ্য দিয়ে শিক্ষার্থীদেরকে পুরস্কার বিতরন শেষে অশ্রুভেজা চোখে বিদায় নেন ছাত্র-শিক্ষক-অভিভাবক।

এসময় অত্র কেন্দ্রের প্রধান ক্বারী হাফিজ মাওলানা আব্দুল করিম সুয়েব সকলের উদ্দেশ্যে এক বক্তব্যে বলেন, মাহে রামাদ্বান মানুষকে আত্নাকে পরিশুদ্ধ করে ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে চলার শিক্ষা দেয়। এজন্য তিনি রামাদ্বানের শিক্ষাকে কাজে লাগিয়ে হিংসা-বিদ্বেষ, হানাহানি ও অহংকার ভুলে গিয়ে সকলকে সুন্দর সমাজ গড়ার কাজে এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্টানে সাবেক মেম্বার জয়নাল আবেদীন কুদ্দুস এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, অত্র কেন্দ্রের নাজিম আব্দুর রহিম কামালি, সহকারি শিক্ষক, ক্বারী মাওলানা এখলাছুর রহমান, ইমাদ উদ্দিন, হাফিজুর রহমান, অত্র শাখা কমিটির সদস্য শেখ মোশাহিদ আলী, সাংবাদিক আব্দুস সালাম, রফিক আলী, সাইফুল আলম, আনিছুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, পুরান গাঁও পুরাতন জামে মসজিদের ইমাম ফারুক আহমদ, বড় মসজিদের ছানি ইমাম হাফিজ ইমাদ উদ্দিন, হাজি আব্দুল গফুর, আব্দুস শহীদ, মোস্তফা আহমদ সহ আরো অনেকে।

এই শাখায় শিক্ষক যারা ছিলেন, তারা হচ্ছেন, ক্বারী মাওলানা এখলাছুর রহমান, ইমাদ উদ্দিন, হাফিজুর রহমান, ফয়ছল আহমদ, মাহফুজুর রহমান, জাবেদ আহমদ, আনিসুর রহমান, জুনেদ আহমদ, শামসুর রহমান মিলন।

অনুষ্টানের শুরুতে তেলাওয়াত করেন, অত্র কেন্দ্রের ছাত্র, সোয়াইবুর রহমান,নাতে রাসুল (সা.) পরিবেশন করেন, মারুফা বেগম।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *