জাতীয় পর্যায়ে আবারো শিক্ষক নির্বাচিত হলেন মোঃ সামছুল হোসেন

Uncategorized
শেয়ার করুন

ডেক্স রিপোর্ট : আবারো জাতীয় পর্যায়ে শিক্ষক নির্বাচিত হলেন দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক মো: সামছুল হোসেন। বাংলাদেশ সরকারের ভিশন ২১ বাস্তবায়নে সবচেয়ে বড় প্রকল্প হল শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ডিজিটালাইজেশন করা। এ লক্ষ্যে সরকার পাঠদান কার্যক্রমকে আরো আকর্ষনীয় করার জন্য শিক্ষক বাতায়ন নামে একটি ডিজিটাল প্লাটফর্ম তৈরী করে। যেখানে শিক্ষকরা বিভিন্ন শ্রেণীর পাঠ্যবইয়ের বিভিন্ন পাঠকে ডিজিটাল ফরমেটে উপস্থাপন করার জন্য ডিজিটাল কন্টেন্ট তৈরীর করেন এবং শিক্ষক বাতায়নে আপলোড করে থাকেন। শিক্ষক বাতায়ন কর্তৃপক্ষ শিক্ষকদের এই সৃজনশীল কাজকে মূল্যায়ন করে সারা বাংলাদেশের শিক্ষক বাতায়নের সদস্য সংখ্যা ৩৯৭৮২৭ (তিন লক্ষ সাতানবই হাজার আটশত সাতাশ) জন থেকে বাতায়নে তাদের তৈরী ডিজিটাল কন্টেন্ট ও শিক্ষা ক্ষেত্রে ডিজিটাল কার্যক্রমের অবদানের স্বীকৃতি স্বরূপ সপ্তাহের সেরা কনটেন্ট নির্মাতা হিসেবে প্রতি সপ্তাহে ২ জন শিক্ষকের নাম ঘোষণা করে। ২০১৯ সালের সর্বশেষ ৫২ তম সপ্তাহে এসে সপ্তাহের সেরা শিক্ষক নির্বাচিত হন বিশ্বনাথ উপজেলার ১৯৯৮ সালে জাতীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারি শিক্ষক মোঃ সামছুল হোসেন। তিনি সহকারী শিক্ষক কম্পিউটার পদে ২০১৪ সালের ১০ জুলাই থেকে অদ্যাবদি কর্মরত আছেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *