চাউলধনী হাওরের পানি প্রত্যাহার করায় শত কোটি টাকার ক্ষতি : প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা

Uncategorized
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : দেশের অর্থনীতির মেরুদন্ড হচ্ছেন কৃষক সমাজ। বিশ্বনাথ চাউলধনী হাওর পারের ২৫ টি গ্রামের প্রায় ৩০ হাজার ক্ষতিগ্রস্থ কৃষকের কান্না কেউ শুনছেনা। ইরি-বোরো ফসল উৎপাদন ব্যাহত হওয়ায় তারা আন্দোলন করছেন। (২০ জানুয়ারি) বুধবার উপজেলার বাসিয়া সেতুর উপরে লাঙ্গল, জোয়াল, মই, কাটিয়াসহ কৃষি উপকরণ নিয়ে বাসিয়া ব্রিজে উপর মানববন্ধনে কর্মসুচী পালন করেন সহ¯্রাধীক কৃষক। মানববন্ধন শেষে তারা প্রধানমন্ত্রী বরাবরে একটি স্বারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট দাখিল করেন। কৃষকরা চাউলধনী হাওরের সরকারি জলাশয়ের সাথে কৃষকদের ভূমির সীমানা নির্ধারণ, কৃষকদের বিরুদ্ধে সাজানো মিথ্যা মাললা প্রত্যাহার, চাউলধনী হাওর রক্ষায় ¯øুইচ গেইট ও বেড়ি ভাঁধ নির্মাণ, দেশীয় প্রজাতির মাছ ও জীব বৈচিত্র রক্ষা এবং লীজ গ্রহীতা লীজের সকল শর্ত ভঙ্গ করায় লীজ বাতিলের বাদি জানানো হয়।
মানববন্ধনে চাউলধনী হাওর ও কৃষকরক্ষা কমিটির আহবায়ক আবুল কালামের সভাপতিত্বে এবং মাষ্টার বাবুল মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, বিশিষ্ট লেখক কলামিষ্ট ও সমাজ বিশ্লেষক এ এইচ এম ফিরোজ আলী, দৌলতপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আরিফ উল্লাহ সিতাব, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার হোসেন ধন মিয়া, ইরন মিয়া, আব্দুল মজিদ, ওয়াব আলী, শাহিন তালুকদার এবং রাসেল আহমদ। কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন, আহমদ আলী, সামসুদ্দিন, মাওলানা ছমির উদ্দিন, নজির আহমদ, আরব খান, নজরুল ইসলাম, আজাদ আবু তাহের, রুহেল আহমদ কালু, জাইদুল ইসলাম, লুৎফুর রহমান, আকবর আলী সজ্জাদ আহমদ প্রমুখ।
সকাল থেকে উপজেলার দৌলতপুর ও দশঘর ইউনিয়নের চৈতনগর, দশঘর নোয়াগাঁও, কামার গাঁও, দৌলতপুর, পাড়–য়া, হাসনাজি, উত্তর দৌলতপুর, ধনপুর, দশপাইকা, জগদিশপুর, চাঁনপুর, কালিটেকা, মীরের গাঁও, মৌলভীর গাঁও, উজাইজুরী, কাজিরগাঁও, শেখেরগাঁও, মাঝগাঁও, পশ্চিমগাঁও সহ প্রতিটি পাড়া মহল্লায় কৃষকরা ব্যানার ফেষ্টুনসহ খন্ড খন্ড মিছিল নিয়ে থানা সদরে মানববন্ধন কর্মসুচীতে যোগদান করেন।

এসময় এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন, উজাইজুড়ি গ্রামের নুরুল হক, আব্দুল মালিক, আব্দুল মজিদ মেম্বার, ইদ্রিছ আলী, মৌলভীরগাও গ্রামের মাহফুজুর রহমান, আনছার আলী, আতাউর রহমান, আব্দুল মতিন, মাহমদ আলী, মনির মিয়া, আব্দুস সোবহান, মীরেরগাও গ্রামের মুজিবুর রহমান, আওলাদ আলী, জাহেদ আলী, আব্দুল জলিল, ছুরত আলী, রোয়াব আলী, আব্দুল মুতলিব, আব্দুল মুমিন, নুরুল হক, মাওলানা বোরহান উদ্দিন, হোসন মিয়া, আশরাফ আলী, মানিক মিয়া, কালিটেকা গ্রামের লাল মিয়া, আব্দুল করিম, শফিক আলী, নিজাম উদ্দিন, চানপুর গ্রামের দরাছ মিয়া, আমির আলী, নোয়াব আলী, ধন মিয়া, আব্দুল ইসলাম, মনোফর আলী, মজম্মিল আলী, আকরম আলী, জগদীশপুরের আব্দুল কাদির, আব্দুল হাকিম, সাবিউর রহমান সাবুল, দশপাইকা গ্রামের ওয়াহাব আলী মেম্বার, সাবেক মেম্বার আকবর আলী, আব্দুল মতিন, গিয়াস উদ্দিন, বেলাল খান, মকদ্দুছ আলী, মশাহিদ আলী, মজম্মিল খান, নাসির আলী, ধনপুর গ্রামের হাজী আপ্তাব আলী, নজব আলী, আরব আলী, আবুল খয়ের, আব্দুল জাহির, এসপি সেবু, হাসনাজি গ্রামের আশিকুর রহমান, রজব আলী, মনফর আলী আব্দুল্লাহ আল মামুন, আমির আলী, ছাদিক মিয়া, পাড়ুয়া গ্রামের হাজী সফিকুর রহমান, সাইফুল ইসলাম, শরিফ আলী, মখছির আলী, শামিম মিয়া, আমিনুর রহমান, আলী আহমদ, উত্তর দৌলতপুর গ্রামের হাজী আব্দুল আহাদ, মোস্তফা মিয়া, ফজলু মিয়া, ময়না মিয়া, লিটন মিয়া, কুতুব উদ্দিন, আমিনুর রহমান, রফিক আলী দৌলতপুর গ্রামের হাজী তাহির আলী, সাবেক মেম্বার আলী আকবর মিলন, চেরাগ আলী, মকবুল আলী, জবর আলী, তারিছ আলী, আনোয়ার মিয়া রেফারী, মোস্তফা মিয়া, রিপন মিয়া, রোহেল মিয়া, জামাল মিয়া, ছাদ মিয়া, এমরান আহমদ, মশরফ আলী, মহানন্দ সরকার, নুরুল ইসলাম, ইছবর আলী, ছুরত আলী, ছোরাব আলী, মতছির আলী, আব্দুর রহমান, ইউসুফ আলী, শাহিন মিয়া, বাবুল মিয়া, ইসমাইল হোসেন, মোক্তার আলী, জামাল আহমদ, আবু সালেহ, আবু খালেদ, নোয়াগাও গ্রামের এলখাছুর রহমান, নাসির উদ্দিন, রোশন আলী, সিরাজ উদ্দিন, আফাজ উদ্দিন, আক্তার হোসেন, চৈতননগর গ্রামের লিটন মিয়া, ফখরুল ইসলাম, নিজাম উদ্দিন, সালেহ আহমদ, রফিক উদ্দিন, লিপু মিয়া, লিয়াকত আলী, আব্দুল জলিল প্রমূখ।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *