করোনা: মুক্তি পেতে পারে সিলেটে কারাগারে থাকা ৬২৭ বন্দি

Uncategorized
শেয়ার করুন

স্টাফ রিপোটার : করোনাভাইরাসের কারণে বর্তমান জটিল পরিস্থিতিতে মুক্তি পেতে পারে সিলেট কেন্দ্রীয় কারাগারে থাকা ৬২৭ জন বন্দির। এসব বন্দিকে মুক্তি দিতে একটি প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে কারা কর্তৃপক্ষ। এখন মন্ত্রণালয় অনুমোদন দিলেই মুক্তির পথ সুগম হবে এসব বন্দির।

জানতে চাইলে সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, যে ৬২৭ জন বন্দির তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, তাদের মধ্যে লঘু অপরাধে দণ্ডিত, চলাফেরায় অক্ষম, কম মেয়াদের সাজাপ্রাপ্ত, সাজার দুই-তৃতীয়াংশ ভোগ করেছেন এমন বন্দি ছাড়াও দীর্ঘদিন ধরে কারাভোগ করা যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বন্দিরাও রয়েছেন।

জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাব যদি অনুমোদন পায়, তবে সেটা যাবে আইন মন্ত্রণালয়ে। সেখানে কোনো আপত্তি না থাকলে ওই বন্দিদের তালিকা যাবে আদালতে। বন্দিদের মুক্তি দেওয়া যায় কিনা, সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আদালত।

সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আব্দুল জলিল জানান, সিলেটের কারাগারে বন্দি যে ৬২৭ জনকে মুক্তি দেওয়ার তালিকা পাঠানো হয়েছে, তাদের মধ্যে ৫৬৯ ধারার বন্দি আছেন ৬৮ জন, অচল অক্ষম ৮ জন, ছয় মাসের সাজাপ্রাপ্ত ৪৯ জন, এক বছরের সাজাপ্রাপ্ত ১৬ জন, লঘু অপরাধের বন্দি ২২ জন।

তিনি আরো জানান, তালিকায় সাজার ছয় মাস অবশিষ্ট আছে এমন বন্দি ৭ জন, সাজার দুই-তৃতীয়াংশ ভোগ করেছেন এমন বন্দি ১০১ জন আছেন। এছাড়াও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বন্দি রয়েছেন ৩৫৬ জন। জানা গেছে, করোনার সংক্রমণ ঠেকাতে দেশের বিভিন্ন কারাগার থেকে বন্দিদের মুক্তি দেওয়ার চিন্তা করছে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে কারা অধিদফতরের সাথেও আলোচনা করেছে মন্ত্রণালয়।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *