ওসমানীনগরের সাদিপুর উপ- নির্বাচনে নৌকার বিজয়

Uncategorized
শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : ওসমানীনগর উপজেলার সাদিপুর উপ-নির্বাচনে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ। ওই ইউনিয়নে ৯টি কেন্দ্রের মধ্যে ৮ কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ৭হাজার ৮৯ ভোট। আর নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী লন্ডন মহানগর আওয়ামী লীগের সদস্য গোলাম কিবরিয়া (ঘোড়া) প্রতিকে ৮ কেন্দ্রে পেয়েছেন ৩হাজার ৮৮৮ ভোট। আর ৮ কেন্দ্রর সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রব আল মামুন (ধানের শীষ) পেয়েছেন ২ হাজার ৭৪২ ভোট। জানা গেছে, সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়ন উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলে। ওই ইউনিয়নে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। তারা হচ্ছেন, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ (নৌকা), সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রব আল মামুন (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী লন্ডন মহানগর আওয়ামী লীগের সদস্য গোলাম কিবরিয়া (ঘোড়া) ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ (আনারস)।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ ইউনিয়নের ৯টি কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ২১ হাজার ৮৮৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটারদের মধ্যে ১১ হাজার ৭ পুরুষ ও ১০ হাজার ৮৭৬ জন মহিলা। কেন্দ্রগুলো হচ্ছে-রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাতলপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাভুরটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়, নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সৈয়দ তাজ উদ্দিন (রহ:) সরকারি প্রাথমিক বিদ্যালয়, খসরুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *