এমপিওভুক্ত হলো বিশ্বনাথের ৫ শিক্ষা প্রতিষ্ঠান

Uncategorized
শেয়ার করুন

ডাক ডেক্স : এমপিওভুক্ত করা হয়েছে সিলেটের বিশ্বনাথ উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠান । এর মধ্যে ২টি আলিম মাদরাসা, ২টি দাখিল মাদরাসা ও ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এমপিওভুক্ত হওয়া প্রতিষ্ঠানগুলো হলো- দশপাইকা আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসা, হযরত শাহচান্দ শাহকালু ইসলামিয়া আলিম মাদ্রাসা, আমতৈল পঞ্চগ্রাম মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা, লতিফিয়া ইরশাদিয়া দাখিল মাদ্রাসা ও চারিগ্রাম আদর্শ হাইস্কুল।

সর্বশেষ ২০১০ সালে দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করেছিল সরকার। এরপর দীর্ঘদিন পেরিয়ে গেলেও এমপিওভুক্তিকরণ বন্ধ ছিল।  অবশেষে বুধবার (২৩ অক্টোবর) দেশের দুই হাজার ৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেছে সরকার। তন্মধ্যে আছে বিশ্বনাথ উপজেলার এই পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন করে এমপিওভুক্ত হওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করেন। বিপুল সংখ্যক প্রতিষ্ঠান এমপিওভুক্ত হলেও প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি পড়ালেখার মান ঠিক না থাকে, তবে এমপিও বাতিল করা হবে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *