সিলেটে শাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ সিলেট
শেয়ার করুন

ডাক ডেস্ক : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই শিক্ষার্থীর নাম আরিফ মিয়া বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষে (২০২০-২১ সেশন) অধ্যয়নরত।

বৃহস্পতিবার (৫ অক্টোবর)  সকালে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানান প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী।

ক্যাম্পাস সুত্রে জানা যায়, আরিফ মিয়া বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে অবস্থিত এল সেইফ নামের একটি বাসায় থাকতেন। ঘরের ভেতর ভোর ৪টার দিকে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান ওই বাসার অন্য বাসিন্দা।

এর আগে আরিফ ফেসবুকে একটি পোস্ট দেন। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

আরিফ কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার বাসিন্দা।

প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী বলেন, কী কারণে সে আত্মহত্যা করেছে এখনো জানা যায়নি। তবে বিভাগের শিক্ষকদের কাছে শুনেছি তার একটু মানসিক সমস্যা ছিল, এর আগেও একবার এমন ঘটনা করতে চেয়েছিল। আমরা পরিবারের সাথে কথা বলেছি, তারা সিলেট অভিমুখে রওয়ানা দিয়েছে।

এর আগে দিবাগত রাত ১টার (আনুমানিক) দিকে আরিফ তার ফেসবুক পোস্টে লিখে—

“বিষণ্ণ রজনী, কিছু চাওয়ার নেই। কিছু পাওয়ার নেই। ছাড়তে হবে চেনা গলি, চেনা রাস্তা, চেনা জগত। দুনিয়াটা খুবই নিষ্ঠুর। দুনিয়াটা খুবই নিষ্ঠুর। এই যে প্রেম, এই যে সৌন্দর্য, এই যে শরীর। নিরর্থক।

এখানে স্রষ্টার নজরও আসে না। সময় মেপে নিয়ম করে সূর্য-চন্দ্র জিয়িয়ে রাখে কিছু আকুল প্রাণ। জীবনটা এখানে কীটপতঙ্গের। ভালোবাসা এখানে স্থবির।”


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *