নিজস্ব প্রতিবেদক : সারা দেশের ন্যায় সিলেটে গত ৩দিন ধরে প্রচন্ড তাপ মাত্রায় জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে। শহর গ্রামসহ সর্বত্র মানুষ একটু শীতল আবহাওয়া খুজছেন। শিশু ও বয়স্ক রোগীরা খুব বেশি কষ্ট পাচ্ছেন। পাকা সড়ক টিনের ঘর ও দালানের ছাদে গরমে মানুষ কোথাও একটু স্বস্তি পাচ্ছেন না। বিদ্যুতের চাহিদার চেয়ে বেশি ব্যবহৃত হওয়ায় লোড শেডিং হচ্ছে। শিক্ষার্থীরা বাসা বাড়িতে ফ্রিজের ঢান্ডা পানি পান করে নানা ভাবে অসুস্থ হয়ে পড়েছেন। প্রচন্ড গরমে কোখাও কোথাও ডায়েরিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গরমে কৃষকরা মাঠে কোন কাজ করতে পারছেন না। অনেকে গবাদী পশু নিয়ে বিপাকে পড়েছেন। ফার্মে মোরগদের পানি ছিটিয়ে বাচাঁনো হয়েছে। অনেক জায়গায় বেশ কিছু ফার্মের মোগর মরে যাওয়ার খবরও পাওয়া গেছে। হাওর খাল-বিল জলাশয় শুকিয়ে প্রচন্ড গরম বায়ু প্রবাহিত হচ্ছে। আবহাওয়া অফিসের বার্তামতে সিলেটের কিছু কিছু জায়গায় বৃষ্টি হওয়ার কথা বলা হচ্ছে। চিকিৎসকদের মতে শিশুরা ফ্রিজের আইস বা অতিরিক্ত ঢান্ডা পানি পান করলে নানা রোগে আক্রান্ত হতে পারেন। যে কারনে অভিভাবকরা সচেতন থাকতে বলেছেন। এ গরমে লেবুর সরবত পান করতে বলা হয়েছে।