সিলেট সিটি নির্বাচনে আনোয়ারুজ্জামানের ঐতিহাসিক বিজয়

Uncategorized
শেয়ার করুন

আব্দুস সালাম : হযরত শাহজালাল (র.) ও শাহপরান (র.) সহ ৩৬০ আউলিয়ার পূণ্যভুমি সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রর্তীক নিয়ে ১লাখ ১৯হাজার ৯৯১ ভোট পেয়ে ইতিহাস গড়লেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল ৫০ হাজার ৮শ ৬২ভোট পেয়ে ২য় স্থান লাভ করেন। ৪ লাখ ৮৭ হাজার ৮১১ ভোটের মধ্যে ৪৭% ভোট কাষ্ট হয়। কোন ভোট কেন্দ্রে গোলযোগের কোন খবর পাওয়া যায়নি। অবাধ সুষ্টু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোট সম্পন্ন হয়েছে। অবাক হওয়ার বিষয় যে, গত ২সপ্তাহ ধরে সিলেটে ঝড় বৃষ্টি, বজ্রপাত হলেও গতকাল ২১ জুন মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কোন বৃষ্টিপাত হয়নি। সিলেট সিটির বাইরে কিছু কিছু বৃািষ্টপাত হলেও কোন ভোট কেন্দ্র এলাকায় বৃষ্টিপাত হয়নি। আওয়ামীলীগের নেতামর্কীরা বলছেন, প্রকৃতি আনোয়ারুজ্জামানের পক্ষে থাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও তিনি বিপুল ভোটে বিজয়ী হন। যুক্তরাজ্য, ইউরোপ, আমেরিকা ও মদ্যপ্রাচ্য থেকে প্রায় ৩শতাধিক প্রবাসিরা এসে বিশাল এ নির্বাচনী এলাকায় ঘরে ঘরে গিয়ে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি নৌকায় ভোট চেয়েছেন।
আনোয়ারুজ্জামান এই নির্বাচনে বিজয়ী হয়ে সিলেটের রাজনীতির ময়দানে একজন দক্ষ সংগঠক হিসেবে নিজেকে প্রমান করতে সক্ষম হলেন। আওয়ামীলীগ পরিবারে এতো বিভাজন, কোন্দল থাকা সত্বেয় দিবানিশি নির্ঘুম প্রচারনা চালিয়ে সাধারণ মানুষের মন আকৃষ্ঠ করেন। নি¤œ আয়ের মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চেয়ে সবার সাথে কুলাকুলি করে মানবতা ও মনুষত্বের এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট সিটি নির্বাচনে আনোরুজ্জামানের নাম ঘোষনার পর ভেতরে ভেতরে দলের অভ্যন্তরে চাপা ক্ষোভ চলতে থাকে। কিন্তু দক্ষ আনোয়ারুজ্জামান দলের গভীরে থাকা দলীয় বিস্পোরন মুখর ভুমিকম্পকে বিলীন করে দিয়ে নিজের কৃতিত্ব দেখালেন। অভিজ্ঞ মহলের ধারনা আনোরুজ্জামানকে নিয়ে কেন্দ্রীয় আওয়ামীলীগ নতুন করে রাজনৈতিক মেরুকরণ শুরু করবে। দলীয় নেতাকর্মীদের অভিমত, জাতীয় নেতা মরহুম আব্দুস সামাদ, আব্দুল মাল আবুল মুহিত, সুরঞ্জিত সেনগুপ্ত, দেওয়ান ফরিদ গাজি, হুমায়ুন রশীদ চৌধুরী, শাহ এসএম কিবরিয়া এবং সুলতান মোহাম্মদ মনসুরের শুন্যস্থান পুরণ করতে পারবেন। আনোয়রুজ্জামান চৌধুরীর নির্বাচনী বিভিন্ন বক্তব্যে ক্লিন, গ্রীন ও স্মার্ট সিলেট গঠনের যে অঙ্গিকার করেছেন তা সিলেটের সাধারণ মানুষকে মুগ্ধ করেছে। বিশেষ করে ২০২২সালের বন্যা সমস্যার সমাধানে যে পরিকল্পিত উন্নয়নের আশ্বাস দিয়েছেন তা সুরমা নদীর তীরের লাখো মানুষের মনে আবেগের সৃষ্টি হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত ডায়েরীতে আনোয়ারুজ্জামান এখন দলের একজন কর্মী নন, তিনি সিলেট বাসীর আশা আকাঙ্খার এক উজ্জল নকত্র। তার এই বিজয়ে সিলেট বিভাগে নৌকার জাতীয় নির্বাচনে প্রভাব বিস্তার করবে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *