সংসদ নির্বাচনে কারা মনোনয়ন পাবেন জানালেন শেখ হাসিনা

জাতীয় সারাদেশ
শেয়ার করুন

ডাক ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাদেরকে দলীয় মনোনয়ন দেওয়া হবে সে বিষয়ে স্পষ্ট ধারণা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেছেন, কারও চেহারা দেখে মনোনয়ন দেয়া হবেনা। দেখে-শুনে জনপ্রিয় ব‌্যক্তিদের নমিনেশন দেয়া হবে।

রোববার (২২ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্য গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সংসদ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, বিভিন্ন তথ্য-উপাত্ত ও সার্ভে রিপোর্ট অনুযায়ী মনোনয়ন দেওয়া হবে। এখানে যারা আছেন সবাই মনোনয়ন নাও পেতে পারেন। তবে যাকে মনোনয়ন দেওয়া হবে তার জন্য সবাইকে কাজ করতে হবে।

শেখ হাসিনা হুঁশিয়ার করে বলেন, নমিনেশন পান, না পান নৌকার বিরোধিতা করা যাবে না। যারা নৌকার বিরোধিতা করবে, তাদের রাজনীতি চিরতরে শেষ হয়ে যাবে।

আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। এতে সবাইকে জিতে আসতে হবে। কাউকে জিতিয়ে আনার দায়িত্ব আমি নিতে পারব না।

এসময় শেখ হাসিনা ভোট বানচালের ষড়যন্ত্র করতে বিএনপি শেষ মুহূর্তে নির্বাচনে আসতে পারে বলেও মন্তব্য করেছেন বলে জানান বৈঠকে উপস্থিত একাধিক সংসদ সদস্য।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ গণমাধ্যমকে বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে। সে কারণে দেশি-বিদেশি অনেকে নির্বাচন বাদ দিয়ে অনির্বাচিত সরকার চায়। কারণ, অনির্বাচিত সরকার হলে তাদের প্রভাব বিস্তার করতে সুবিধা হয়। এ ছাড়া নির্বাচনে জয়লাভ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।’

সংসদীয় দলের প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে সংসদ সদস্যদের মধ্যে মোতাহার হোসেন, শামীম ওসমান, নূর উদ্দিন চৌধুরী নয়ন, কাজী কেরামত আলী, আবু রেজা মোহাম্মদ নিজামউদ্দিন নদভী, রুবিনা আক্তার মিরা, অ‌্যারোমা দত্ত প্রমুখ বক্তব্য রাখেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *