শেখ হাসিনার মনোনীত প্রার্থীকেই সিসিকের মেয়র নির্বাচিত করতে হবে

রাজনীতি সিলেট
শেয়ার করুন

স্টাফ রির্পোটারঃ বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য নারীনেত্রী, সাবেক সাংসদ, সিলেটের আন্দোলন সংগ্রামের রাজপথ কাঁপানো নেত্রী সৈয়দা জৈবুন্নেছা হক বলেছেন, বঙ্গবন্ধুর জন্মই হয়েছিল বলেই বাংলাদেশের জন্ম হয়েছে। আজ আমরা স্বাধীন বাংলাদেশের গর্বিত নাগরিক। বঙ্গবন্ধুর তনয়া শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশে^ মাথা উঁচু করে দাড়িয়েছে, যা দেখে একাত্তরের পরাজিত শত্রুরা ঘাপটি মেরে বসে আছে। যেকোন সময় আঘাত হানতে পারে। তাই সিলেট জেলা আওয়ামীলীগকে শক্তিশালী করে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পূণরায় নির্বাচিত করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সিলেট জেলা আওয়ামীলীগ কর্তৃক আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
জেলা পরিষদ মিলায়তনে সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় জেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সভানেত্রী এবং বঙ্গবন্ধুর কন্যা, তিনি আমাদের একমাত্র অভিভাবক। সিলেট সিটি নির্বাচনে শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন, তাকেই ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। এর কোন বিকল্প নেই। যারা দলের ভেতরে কোন্দল সৃষ্টি অপচেষ্টায় লিপ্ত আছেন। তারা একদিন সেই কোন্দলে পতিত হয়ে নিঃশেষ হয়ে যাবেন। তাই সিলেট জেলা আওয়ামীলীগ তৃণমুলকে শক্তিশালী করতে সবধরনের উদ্যোগ গ্রহণ করতে হবে। সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, এডভোকেট নিজাম উদ্দিন পিপি, শাহ মোশাহিদ আলী, বীরমুক্তিযোদ্ধা সাদ উদ্দিন আহমদ, এডভোকেট মাহফুজুর রহমান, সাইফুল আলম রুহেল, রঞ্জিত সরকার প্রমুখ। সভায় জেলা আওয়ামীলীগ ও সহযোগি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *