শিক্ষার্থীদের ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ দিবে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট

বিশ্বনাথ শিক্ষা
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: ৬ মাস মেয়াদী কারিগরী শিক্ষায় শিক্ষার্থীদের দক্ষ করার লক্ষ্যে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে ও অর্থায়নে ১৬ শিক্ষার্থীকে নিয়ে যাত্রা শুরু করেছে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হবে। বাংলাদেশ ডাক বিভাগের সহযোগিতায় মঙ্গলবার (১৪ জানুয়ারী) ট্রাস্টের কলেজ রোডস্থ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

ট্রাস্টের সভাপতি মো. মাফিজ খানের সভাপতিত্বে ও স্থানীয় কমিটির কো-অডিনেটর নিশি কান্ত পালের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টে ইউকের সহ সভাপতি মোহাম্মদ মিছবাহ উদ্দিন, প্রফেসর ফরিদ আহমদ, সাবেক প্রতিষ্ঠাকালিন কোষাধ্যক্ষ এম এ মজিদ, সহ সভাপতি আলহাজ্ব হাছন আলী, এম. এ সাত্তার, সাবেক ট্রেজারার ড. মুজিবুর রহমান, বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কবির মিয়া, ইসি মেম্বার নেছার আলী লিলু, শেখ মবশ্বির আলী, ট্রাস্টি মাসুক মিয়া, এম এ কদ্দুছ, রহমত আলী, আনোয়ার খান, আতিকুর রহমান বুলবুল, ফারুক মিয়া, আবুল খায়ের আলী, শেখ আবুল বাসার, আব্দুল ওয়াহিদ আলমগীর, ডাক্তার শানুর আলী মামুন, প্রবাসী মঈন উদ্দিন খান, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ।

এসময় উপস্থিত ট্রাস্টের স্থানীয় এডভাইজারী কমিটির সদস্য আব্দুল বারী, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নবীন সুহেল, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য নুর উদ্দিন, সমুজ আহমদ সায়মন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সদস্য রাজা মিয়া, সমাজকর্মী আসাদুজামান নূর আসাদ, বিশ্বনাথবিডিটুয়েন্টিফোর ডটকমের ক্যামেরাপার্সন আফজল মিয়াসহ অনুষ্ঠানে ট্রাস্টের ট্রাস্টি, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *