শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রীরামসী বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন ও স্মরণ সভা

জাতীয় বিশ্বনাথ
শেয়ার করুন

অনলাইন ডেস্ক :: সিলেটের বিশ্বনাথে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) উপজেলার দশঘর ইউনিয়নের করছাখালী গ্রামের শ্রীরামসী বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পন ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রসাসক ও উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়ের নেতৃত্বে সকাল ১০টায় বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা ও থানা প্রশাসনের কর্মকর্তারা। এসময় শহীদদের আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। নিরবতা পালন শেষে বিশেষ মোনাজাত করা হয়।

বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পন শেষে সকাল ১১টায় উপজেলা প্রশাসনিক সম্মেলন কক্ষে শহীদদের স্মরণে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও সুনন্দা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন, পৌর প্রশাসক ও এসল্যিান্ড আলাউদ্দিন কাদের, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদ আলী, ডেপুটি কমান্ডার রনজিৎ চন্দ্র ধর, থানার ওসি রুবেল মিয়া, দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান হাফিজ আরব খান, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, মৎস্য কর্মকর্তা স্বপন কুমার ধর, মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিময় ভট্টাচার্য, ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আকরামুল ইসলাম ও বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নবীন সোহেল।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *