মির্জা ফখরুল : কয়েকজন ভাড়াটে লোক দিয়ে দেশ পরিচালনা করা সম্ভব নয়

রাজনীতি
শেয়ার করুন

অনলাইন ডেস্ক :: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার রাতারাতি হয় না, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদ আয়োজিত “জুলাই বিপ্লব: প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “অনেকে ভাবেন, কয়েকজন লোক মিলে সংস্কার করছে বৈঠক করলেই সংস্কার হয়ে যাবে। এটা কোনোভাবেই সম্ভব নয়। এটি হতে হবে একটি কাঠামোগত, ধাপে ধাপে চলমান প্রক্রিয়ার মধ্য দিয়ে। আপনি চাইলেন, আর পরদিন থেকে পুলিশ ঘুষ খাওয়া বন্ধ করে দেবে এমনটা হবে না।

তিনি আরও বলেন, “পিয়ার পদ্ধতিতে (PR system) নির্বাচন কী সেটা সাধারণ মানুষ বোঝেই না। আমাদের দেশের মানুষ জানে, একটি প্রতীক আছে ধানের শীষ বা অন্য কিছু, সেই প্রতীকে গিয়ে ভোট দিতে হবে। তারা এটাকেই নির্বাচন মনে করে।

বিএনপির মহাসচিব আরও বলেন, “নির্বাচন না হলে প্রতিনিধিত্বমূলক সরকার আসবে কীভাবে? পার্লামেন্টে না গেলে জনগণের শাসন কিভাবে প্রতিষ্ঠিত হবে? এখন কয়েকজন ভাড়াটে লোক দিয়ে দেশ চালানো হচ্ছে এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। দেশের দরকার একটি নির্বাচিত সরকার।

তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সাধারণ মানুষের কাছে যেতে হবে, তাদের সঙ্গে সম্পৃক্ত হতে হবে।

অনুষ্ঠানে আরও আলোচনা হয় জুলাই বিপ্লব, গণঅভ্যুত্থানের বার্ষিকী ও বিএনপির বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের নেতৃবৃন্দ এবং বিএনপির অন্যান্য নেতারা।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *