বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কি মতবিরোধ বাড়ছে?

জাতীয় সারাদেশ
শেয়ার করুন

তারেকুজ্জামান শিমুল, বিবিসি নিউজ বাংলা, ঢাকা :: 

বাংলাদেশে গণআন্দোলন গড়ে তোলার মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতন ঘটানোর ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছে শিক্ষার্থীদের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’।

আত্মপ্রকাশের পর থেকেই নিজেদের দাবি আদায়ে সংগঠনটির ব্যানারে ঐক্যবদ্ধভাবে কাজ করে আসছিলেন সাধারণ শিক্ষার্থীরা।

কিন্তু সরকার পতনের পর যতই দিন যাচ্ছে, ততই যেন সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে মতবিরোধ স্পষ্ট হয়ে উঠছে।

অনিয়ম, স্বেচ্ছাচারিতাসহ নানান অভিযোগ তুলে ইতোমধ্যেই একাধিক বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে ২৩ জন সমন্বয়ক ও সহ-সমন্বয়ক পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

সংগঠনের নাম ব্যবহার করে বেশ কিছু জায়গা থেকে চাঁদাবাজির অভিযোগও পাওয়া যাচ্ছে।

অন্যদিকে, যেসব দাবি সামনে রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল, সেগুলো পূরণ হওয়ায় সংগঠনটির আর কোনো প্রয়োজন নেই বলে মনে করছেন নেতাদের কেউ কেউ।

তাহলে কি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ক্রমেই মতবিরোধ বাড়ছে?


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *