বিশ্বনাথের মানুষ আর উন্নয়ন বঞ্চিত থাকতে চায়না : শফিক চৌধুরী

বিশ্বনাথ রাজনীতি
শেয়ার করুন

বিজস্ব প্রতিবেক : আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বিশ্বনাথ ওসমানীনগরের মানুষ আর উন্নয়ন বঞ্চিত থাকতে চায়না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহা-সড়কে। কিন্তু বিগত ১০টি বছর ২আসনের জনগণ কোন উন্নয়ন পায়নি। সরকারের বরাদ্দকৃত টাকা লুটপাট করে পকেট ভারি করেছেন। তাই দলতম নির্বিশেষ উন্নয়নের স্বার্থে মানুষ নৌকায় ভোট দিবে। নৌকা স্বাধীনতার প্রর্তীক, নৌকা মানেই উন্নয়ন। তাই সর্বস্তরের জনগণ নৌকায় ভোট দিতে ঐক্যবদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২জানুয়ারী) সন্ধা ৭টায় বিশ্বনাথ পৌরসভার ১নং ওয়ার্ডের রামধানা গ্রামে, খাজাঞ্চী ইউনিয়নের আটগ্রাম বাজারে, দশঘর ইউনিয়নের পীরেরবাজারে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান চৌধুরী এসব কথা বলেন। দশঘর ইউনিয় আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলাস মিয়ার পরিচালনায় বিশেষ

অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, নাজনীন হোসেন, কার্যনির্বাহী সদস্য শাহাদাৎ রহিম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সদস্য মকদ্দুছ আলী, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি হরমুজ আলী, জনসংযোগ সম্পাদক ররিন পাল, লন্ডন মহানগর আওয়ামী লীগের সভাপতি নূরুল হক লালা মিয়া, বার্মিহাম আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সেলিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ,  এনআরবি ব্যাংকের ডাইরেক্টর প্রবাসী মনির আলী, সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সুয়েব শিকদার।

দশঘর ইউনিয়নের পীরের বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি তৈমুছ আলী, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামরুল ইসলাম। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন রুবেল আহমদ ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের সহ অর্থ সম্পাদক দুলাল মিয়া।

এসময় অনুষ্ঠানগুলোতে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *