বিশ্বনাথে ৩ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

অপরাধ বিশ্বনাথ সিলেট
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে থানা পুলিশের বিশেষ অভিযানে তিনটি মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম বেলায়েত হোসেন (৪৫)।বেলায়েত হোসেন দেওকলস আগ্নেপাড়া গ্রামের মৃত মজমিল মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতের অভিযানে উপজেলার দেওকলস এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিশ্বনাথ থানা পুলিশ জানায়, তার বিরুদ্ধে সিআরভুক্ত তিনটি মামলায় সাজা পরোয়ানা জারি ছিল। এসব মামলায় তার বিভিন্ন মেয়াদে সাজা রয়েছে।

গ্রেপ্তার অভিযানে বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) রতন কুমার হালদারের নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়।

আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *