গত ২২ জুন ‘বিশ্বনাথে ১০ টাকা মূল্যের চাউল হরিলুট দৌলতপুর ইউনিয়নের চিত্র ভিন্ন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। এই সংবাদে ৭নং ওয়ার্ডের সদস্য শাহিন তালুকদারের বক্তব্য হচ্ছে, ইচ্ছা কৃতভাবে অভিযোগকারি জাহির আলী ও ফুলেছা বেগমের নাম পরিবর্তন করা হয়নি। উপজেলা প্রশাসনের চিটি অনুযায়ী দৌলতপুর ইউনিয়নের ২২৪ জন সুবিধাভোগীর তালিকা পরিবর্তন করা হয়েছে। তারা না জেনে না বুঝে বক্তব্য প্রদান করেছেন। এর আগে তারা নিয়মিত চাউল পেয়েছেন। এতএব তাদের অভিযোগের কোন ভিত্তি নেই।
প্রতিবেদকের বক্তব্য, হতদরিদ্র ভুক্তভুগীদের বক্তব্য অনুসাবে সংবাদ প্রকাশ করা হয়েছে। এক সাথে ২২৪ জন ভুক্তভুগীর তালিকা পরিবর্তন বিধি অনুযায়ী হয়নি।